নয়াদিল্লি: গাঁধী জয়ন্তীর দিন ট্রেনে শুধু নিরামিষ খাবার দেওয়া হবে। ঠিক করেছিল ভারতীয় রেল। নানা মহল থেকে সমালোচনার মুখে পড়ে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল তারা।
রেল ঠিক করেছিল, মোহনদাস কর্মচন্দ গাঁধীর সম্মানে তাঁর জন্ম জয়ন্তী তারা পালন করবে ভেজিটারিয়ান ডে হিসেবে। মে মাসে এ নিয়ে সবকটি জোনাল রেলওয়ের কাছে নির্দেশও পৌঁছে যায়। বলা হয়, এ বছর, আগামী বছর ও ২০২০- এই তিন বছর ২ অক্টোবর সম্পূর্ণ নিরামিষাশী দিবস হিসেবে পালন করা হবে। ওইদিন কোনও ট্রেনেই কোনও আমিষ খাবার পরিবেশন করা হবে না। সব রেল কর্মীকেও ভেজিটারিয়ান ডে পালনের অনুরোধ জানানো হয়। কিন্তু বহু মহল এই সিদ্ধান্ত ভাল চোখে দেখেনি, জোর করে সাধারণ মানুষের ওপর নিরামিষ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তারা।
চাপের মুখে পিছিয়ে এসে আইআরসিটিসি-কে নতুন নির্দেশ দিয়ে রেল বলেছে, অন্যান্যদিনের মত ২ অক্টোবরও আমিষ, নিরামিষ দুরকম খাবারই যাত্রীদের জন্য রাখা থাকবে।
ডান্ডি মার্চের স্মরণে ১২ মার্চ সবরমতী থেকে স্পেশাল সল্ট রেক চালানোর পরিকল্পনা করে রেল। এছাড়া সবরমতী থেকে গাঁধীজির সঙ্গে সম্পর্কিত নানা স্টেশনে স্বচ্ছতা এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেয় তারা। গাঁধীজির ওয়াটারমার্ক দিয়ে রেলওয়ে টিকিট বার করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
গাঁধী জয়ন্তী ভেজিটারিয়ান ডে হিসেবে পালন করবে না রেল, সমালোচনার মুখে পিছিয়ে এল আগের ঘোষণা থেকে
ABP Ananda, Web Desk
Updated at:
02 Oct 2018 01:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -