বালিগঞ্জের বহুতল থেকে পড়ে বৃদ্ধার রহস্য মৃত্যু
ABP Ananda, Web Desk | 09 Aug 2018 09:45 AM (IST)
কলকাতা: বালিগঞ্জের আরলি স্ট্রিটে বহুতল থেকে পড়ে রহস্যজনকভাবে মারা গেলেন এক বৃদ্ধা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজন ট্যাক্সি চালক দাবি করেছেন, সকাল সোয়া সাতটা নাগাদ ওই বৃদ্ধাকে তাঁরা বহুতল থেকে পড়তে দেখেন। কিন্তু, তারপর ঘটনা যেদিকে মোড় নেয়, তাতে একাধিক প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পরিবারের লোকেরা হাসপাতালের বদলে জখম বৃদ্ধাকে ঘরে নিয়ে যান। খবর পেয়ে আসে পুলিশ। তারাই তাঁকে নিয়ে যায় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু, কী ভাবে বহুতল থেকে পড়লেন ওই বৃদ্ধা? দুর্ঘটনা, আত্মহত্যা না কি নেপথ্যে অন্য কোনও রহস্য? খতিয়ে দেখছে পুলিশ।