জামিয়ার পড়ুয়াদের ওপর গুলি চালানো ব্য়ক্তিকে এদিন বলতে শোনা গিয়েছে, ইয়ে লো আজাদি! হিন্দুস্তান জিন্দাবাদ, দিল্লি পুলিশ জিন্দাবাদ। এদিন সে যখন গুলি চালায়, ঘটনাস্থলে দিল্লি পুলিশকর্মীরা হাজির ছিলেন। শাদাব নজর নামে জামিয়ার মাস কমিউনিকেশনের এক ছাত্র তার গুলিতে হাতে আঘাত পেয়েছেন। তাঁকে এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এদিন রাজধানীতে মহাত্মা গাঁধীর ৭২-তম মৃত্য়ুবার্ষিকী উপলক্ষ্যে রাজঘাটে মিছিল করে যাওয়ার কর্মসূচি ছিল জামিয়ার পড়ুয়াদের। তার মধ্যেই ঘটে এই চাঞ্চল্যকর গুলিচালনার ঘটনা।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিচালনার বিরুদ্ধে কড়া অবস্থান প্রকাশের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল তাঁকে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা সুনিশ্চিত করার আবেদন করেছেন। তাঁর ট্যুইটে বলা হয়, কী হচ্ছে এসব দিল্লিতে? অবনতি হচ্ছে দিল্লির আইনশৃঙ্খলার। দয়া করে দিল্লির আইনশৃঙ্খলার দিকে নজর দিন।