নয়াদিল্লি: পৈত্রিক সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দিয়েছে, ‘ছেলেদের মতোই সমান অধিকার দেওয়া উচিত মেয়েদের। মেয়েরা সারাজীবনই প্রিয় মেয়ে থাকে। বাবা বেঁচে থাকুন বা না থাকুন, মেয়েদের সারাজীবনই এজমালি সম্পত্তির শরিক থাকা উচিত। ৯.৯.২০০৫-এর আগে বা পরে, যখনই মেয়েদের জন্ম হয়ে থাকুক না কেন, তারা পৈত্রিক সম্পত্তি পাওয়ার অধিকারী হবে।’

এর আগে ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার (সংশোধনী) আইন কার্যকর হয়। সেই আইনের বিষয়েই এক গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। এর আগে বলা হয়েছিল, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বরের আগে যদি বাবা ও মেয়ে দু’জনই জীবিত থাকেন, একমাত্র তাহলেই পৈত্রিক সম্পত্তিতে মেয়েদের অধিকার থাকবে। তবে আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, ২০০৫ এর ৯ সেপ্টেম্বর বা তার আগে যদি বাবার মৃত্যু হয়ে থাকে, সেক্ষেত্রেও মেয়েদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না।

২০১৫ সালে প্রকাশ বনাম ফুলবতী এবং ২০১৮ সালে সুমন সুরপুর বনাম অমর মামলায় পরস্পর-বিরোধী রায় দিয়েছিল। প্রকাশ বনাম ফুলবতী মামলায় বিচারপতি অনিল আর দাভে ও বিচারপতি এ কে গোয়েলের বেঞ্চ রায় দিয়েছিল, মেয়েদের জন্ম যখনই হয়ে থাকুক না কেন, ৯.৯.২০০৫ পর্যন্ত যদি তাঁরা বেঁচে থাকেন, একমাত্র তাহলেই পৈত্রিক সম্পত্তির উপর তাঁদের অধিকার থাকবে। অন্যথায় তাঁদের অধিকার থাকবে না। কিন্তু সুমন বনাম অমর মামলায় বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ রায় দেয়, ২০০১ সালে বাবার মৃত্যু হলেও, তাঁর সম্পত্তির উপর দুই মেয়ের অধিকার থাকবে। আজ এ বিষয়ে যাবতীয় ধন্দ দূর করে দিল সুপ্রিম কোর্ট।