প্রয়াত কবির বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুর কয়েকঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। আজ সকালে তিনি ট্যুইট করেন, ‘প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় গতকাল আমার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমি অরবিন্দ হাসপাতালে ভর্তি হয়েছি। আমি যাতে দ্রুত এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে জয় পাই, তার জন্য প্রার্থনা করুন। আমাকে বা বাড়ির লোকজনকে দয়া করে ফোন করবেন না। ফেসবুক ও ট্যুইটারে আমার স্বাস্থ্যের বিষয়ে খবর পাবেন।’
এই ট্যুইটের কয়েকঘণ্টা পরে বিকেল ৫.২২ মিনিটে তাঁর ট্যুইটার হ্যান্ডল থেকেই ট্যুইট করে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বিকেল পাঁচটায় তাঁর মৃত্যু হয়েছে।
শ্রী অরবিন্দ হাসপাতালের চিকিৎসক বিনোদ ভাণ্ডারি জানিয়েছেন, আজ দু’বার হার্ট অ্যাটাক হয় রাহতের। সেই ধাক্কা সামলে উঠতে পারেননি তিনি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর করোনা ছাড়াও নিউমোনিয়া হয়েছিল। একসঙ্গে এতগুলি রোগের মোকাবিলা করতে পারেননি তিনি।