কলকাতা ও নয়াদিল্লি: পুজোর মুখে পেঁয়াজের দামে আগুন। গত তিনদিনে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে তা কেজি প্রতি ৬০ টাকায় বিকোচ্ছে। ভাল মানের পেঁয়াজের কেজি ৭০ টাকা।
রাজ্যের পাইকারি বিক্রেতাদের দাবি, ভারী বর্ষণের কারণে মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে জোগান কমে যাওয়াতেই এই সমস্যা। শুধু এরাজ্য নয়। পেঁয়াজের দাম বেড়েছে অন্যান্য রাজ্যেও। দিল্লিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ টাকায়। লখনউতে কেজিপ্রতি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। বিহারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৬০ টাকা।
পেঁয়াজ আসে মূলত মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ থেকে। অতিবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এখন শুধু অন্ধ্রপ্রদেশ থেকে পেঁয়াজ আসছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী এই সঙ্কটের জন্য মহারাষ্ট্রে বন্যা এবং পরিবহণ সমস্যাকে দায়ী করেছেন। তবে তাঁর আশ্বাস, পেঁয়াজের মজুতে টান পড়লেও চাহিদা মোকাবিলার সামর্থ্য আছে কেন্দ্রের। রাজ্য প্রশাসন সূত্রে খবর, পেঁয়াজের জোগানের সমস্যা মেটাতে রাজ্য সরকার মিশর থেকে পেঁয়াজ আমদানি করছে।  সে ক্ষেত্রে কিছুটা সুরাহা মিলতে পারে।
এই পরিস্থিতিতে পটনায় ও নাসিকে গুদাম থেকে পেঁয়াজ লুঠের অভিযোগ উঠেছে। পটনার এক ব্যবসায়ীর অভিযোগ, তাঁর গুদাম থেকে ৮ লক্ষেরও বেশি টাকার পেঁয়াজ লুঠ হয়েছে। তিনি জানান, ৩২৮ বস্তা পেঁয়াজ লুঠ হয়েছে। অন্যদিকে, নাসিকের গুদাম থেকে লক্ষাধিক টাকার পেঁয়াজ লুঠ হয়েছে।