নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে কম করে চারটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে সেনা। এতে বেশ কয়েকজন পাক সেনার প্রাণ গিয়েছে, হতাহত বহু জঙ্গি। পাকিস্তানের জনৈক মন্ত্রী হুমকি দিয়েছেন, ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন তাঁরা। জবাবে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, কেউ যদি ভারতের ক্ষতি করার চেষ্টা করে, তবে সেনা তাকে উপযুক্ত জবাব দেবে।


কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দেন, এবার যদি ভারতের সঙ্গে তাঁদের যুদ্ধ হয় তবে তা পরমাণু যুদ্ধ হবে। আর পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রসিদ এবার বলেছেন, এবার ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ হবে, তাঁরা পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। এই সব হুমকিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না দিল্লি। রাজনাথ আজ যোগ দেন দিল্লিতে নৌবাহিনীর কমান্ডার্স কনফারেন্সে। অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমকে তিনি এ ব্যাপারে বলেন, ভারত কখনও নিজে থেকে আক্রমণ করে না। কখনও কোনও দেশের এক ইঞ্চিও আমরা দখল করিনি। কিন্তু কেউ যদি আমাদের দিকে খারাপ দৃষ্টি দেয় তবে সেনা তার মুখের মত জবাব দিতে সক্ষম।

রবিবার নিয়ন্ত্রণরেখার ওপর তঙ্গধার সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া জবাব দেয় ভারতীয় সেনা। কামান দেগে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাঁটিতে পাকিস্তানী ছাউনি, হেডকোয়ার্টার, পাকিস্তানে অস্ত্রশস্ত্র ও জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করে দেয়। আজ পাক সেনা বিদেশি রাজনীতিকদের নীলম ঘাঁটির কিছু এলাকা ঘুরিয়ে দেখায়। উদ্দেশ্য ছিল, পাক অধিকৃত কাশ্মীরে যে কোনও জঙ্গি ঘাঁটি নেই তা প্রমাণ করার চেষ্টা। ভারতীয় হাই কমিশনারকেও আমন্ত্রণ করে চিঠি পাঠানো হয় কিন্তু তিনি সেই চিঠির জবাবও দেননি।