শ্রীনগর: ছুটিতে ছিলেন। সোমবারের জঙ্গি নিধন অভিযানে নেতৃত্ব দিতে তাতে কাটছাঁট করে পুলওয়ামায় ফিরে আসেন আহত ব্রিগেডিয়ার হরবীর সিংহ। এমনটাই জানিয়েছে সেনা কমান্ডার।
এদিন সেনার ১৫ কোরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধিল্লোঁ বলেন, ব্রিগেডিয়ার হরবীর সিংহ বাড়িতে ছিলেন। যখন জানতে পারেন, মধ্যরাতে অভিযান শুরু হয়েছে, তিনি তৎক্ষণাৎ স্বেচ্ছায় ছুটি বাতিল করে অভিযানে নেতৃত্ব দিতে যোগ দেন। তিনি যোগ করেন, আমাদের কমান্ডাররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ঠিক একইভাবে, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিআইজি অমিত কুমারও সামনে থেকে নেতৃত্ব দেন। এঁরা দুজনই আহত হয়েছেন। কিন্তু, কোনও অবস্থাতেই সাধারণ নাগরিকদের ক্ষতি হতে দেননি।
প্রসঙ্গত, সোমবারের অভিযানে মেজর ভি এস ধুনদিয়াল, তিন সেনা জওয়ান এবং এক পুলিশকর্মী নিহত হন। পাশাপাশি, ব্রিগেডিয়ার সিংহ, সেনার একজন লেফটেন্যান্ট কর্নেল, এক ক্যাপ্টেন এবং ডিআইজি কুমার আহত হন। ধিল্লোঁ জানিয়ে দেন, এরপরও, সেনা অফিসাররা সামনে থেকে লড়াইয়ে নেতৃত্বে দেবেন। তিনি বলেন, ওই অভিযানে সাধারণ নাগরিকদের ক্ষতি চায়নি সেনা। তা নিশ্চিত করতে সেনা সামনে থেকে লড়াই চালায়। তাতেই চার সেনাকর্মী প্রাণ হারিয়েছেন।
পুলওয়ামা: জঙ্গিদমন অভিযানে নেতৃত্ব দিতে ছুটি বাতিল করেন আহত ব্রিগেডিয়ার, জানালেন সেনাকর্তা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2019 05:13 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -