নয়াদিল্লি: পাকিস্তানের প্রশ্রয়ে দেশে যেভাবে জঙ্গি হামলা চলছে সে ব্যাপারে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বিশদে আলোচনা করতে পারে ভারত। ২ দিনের সফরে সৌদি যুবরাজ আজই ভারতে এসেছেন। সীমান্ত সন্ত্রাস ছাড়াও তাঁর সঙ্গে কথা হবে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া, যৌথ নৌ মহড়া ইত্যাদি নিয়ে।
তাঁর দক্ষিণ এশিয়া সফরের শুরুতে রবিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসেন সলমন। কিন্তু সোমবার সৌদি আরবে ফিরে যান, সরাসরি ভারতে আসতে পারেননি। দিল্লির তাঁর পাকিস্তান থেকে এ দেশে পা রাখায় আপত্তি ছিল। সফরের আগে সৌদির বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল জুবের বলেছেন, পুলওয়ামায় পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী জৈশ ই মহম্মদের হামলার জেরে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর প্রেক্ষিতে রিয়াধ দুদেশের মধ্যে তৈরি উত্তেজনা কমাতে চেষ্টা করবে। সরকার সূত্রে খবর, সৌদি আরব আর সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দেওয়া ব্যাখ্যা বিশ্বাস করে না, তারা ইতিমধ্যেই কঠোর ভাষায় এই হামলার নিন্দা করেছে। ভারত এই সন্ত্রাস সমস্যা রীতিমত জোর দিয়ে সৌদির যুবরাজের কাছে তুলবে।
আলোচনার পর ইস্যু হবে যৌথ বিবৃতি, তাতে সন্ত্রাসবাদ ও তার মুখোমুখি হওয়া নিয়ে বিশদ উল্লেখ থাকবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিনিয়োগ, পর্যটন, গৃহনির্মাণ এবং তথ্য ও সম্প্রচার ক্ষেত্রে পাঁচটি চুক্তি সই হবে দু’দেশের মধ্যে। শেষ কয়েক বছরে সৌদি যেভাবে নিরাপত্তা ও জঙ্গি দমন সংক্রান্ত ইস্যুতে স্পষ্ট অবস্থান নিয়েছে তার প্রশংসা করেছে ভারত।
সরকারি সূত্রে খবর, ভারত-পাক সম্পর্ক নিয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গীতে বড় পরিবর্তন এসেছে, এখন সীমান্ত সন্ত্রাসবাদের জটিলতা তারা অনেক সহজে বুঝতে পারছে। বিভিন্ন জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে ভারতকে নিয়মিত খবরও জোগাচ্ছে সৌদি। ২০১৬-য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিয়াধ সফরের সময় অর্থ পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত তথ্য বিনিময় নিয়ে দুদেশের চুক্তি সই হয়। যে ৮টি দেশের সঙ্গে সৌদি আরব কৌশলগত সম্পর্ক বাড়াতে চায়, ভারত তাদের অন্যতম। দিল্লির সঙ্গে রাজনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতিগত ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় তারা।
এলেন সৌদি আরবের যুবরাজ, দিল্লি তুলবে সীমান্ত সন্ত্রাস ইস্যু
ABP Ananda, Web Desk
Updated at:
19 Feb 2019 02:30 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -