নয়াদিল্লি: অনুষ্কা শর্মা বলিউডের ব্যস্ত অভিনেত্রী। তাঁর স্বামী বিরাট কোহলি আবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। দু’জনেই পেশাদার জীবনে সবসময় ব্যস্ত থাকেন। তবে তাতে তাঁদের ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা হয় না বলেই জানিয়েছেন অনুষ্কা। তিনি আরও বলেছেন, তাঁরা আর পাঁচজন সাধারণ দম্পতির মতোই জীবন কাটান।
একটি অনুষ্ঠানে অনুষ্কা বলেছেন, ‘আমরা জীবন ও কাজের মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি। আমরা দু’জনই পেশাদার জীবনের কাজ ভালবাসি। জীবনে আমারা কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা পরিষ্কার। তারই ফাঁকে আমরা একসঙ্গে সময় কাটাই। আমরা পেশাকে অত্যধিক গুরুত্ব দিই না। আমরা সাধারণভাবেই থাকি। সারা বিশ্ব আমাদের পেশার জন্যই চেনে। তবে আমাদের কাছে বিষয়টি খুব সাধারণ। আমরা একে অপরকে পেশার ভিত্তিতে দেখি না। সাধারণ দম্পতির মতোই থাকি।’
অনুষ্কা এখন ‘সুই ধাগা: মেড ইন ইন্ডিয়া’ ছবির প্রচারে ব্যস্ত। তাঁর সঙ্গে সহ-অভিনেতা বরুণ ধবনও প্রচার করছেন। তিনি বলেছেন, ‘অনুষ্কার সঙ্গে পরিচয় হওয়ার আগে থাকতেই আমি বিরাটকে চিনি। ও অত্যন্ত বিনয়ী, মাটির মানুষ এবং দুর্দান্ত ক্রিকেটার।’
আমরা কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখি, বলছেন অনুষ্কা শর্মা
Web Desk, ABP Ananda
Updated at:
15 Sep 2018 06:04 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -