জানা গিয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া ১৯ বছরের ওই ছাত্রী যখন কোচিং সেন্টার থেকে ফিরছিলেন, তখন তাঁকে অপহরণ করে অভিযুক্তরা। তারপর নেশার জিনিস খাইয়ে গণধর্ষণ করে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁর বাবা বলেছেন, হতে পারে, ৮-১০ জন নির্যাতন করেছে তাঁর মেয়েকে। পুলিশ জানিয়েছে, ৩ অভিযুক্তের নাম পঙ্কজ, মনীশ ও নিশু। তাদের ধরার জন্য একাধিক দল গঠন করেছে পুলিশ।
এর মধ্যে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংহের স্ত্রী প্রেমলতা। তিনি বলেছেন, সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে যে মেয়েদের দেখলেই পুরুষদের দৃষ্টি আপত্তিকর হয়ে যাচ্ছে। ধর্ষণের কারণ যুবকদের কর্মহীনতা ও হতাশা। এর ফলে তরুণ প্রজন্ম নিজেদের কীসে ভাল তা বুঝতে পারছে না। এমন অপরাধীদের জন্য ফাঁসির সাজা নির্ধারণ করেছে সরকার কিন্তু আইন চালু হতে সময় লাগে।
দিনতিনেক আগে রেওয়ারির কানিনা বাস স্ট্যান্ড থেকে ওই তরুণীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। তাঁর মা অভিযোগ করেছেন, ঘটনার পর থেকে তাঁর মেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে, অথচ অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে। পুলিশ তাদের গ্রেফতার করতে কোনও পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।