নয়াদিল্লি: ১,০৭৪টি শ্রমিক স্পেশাল ট্রেনের মাধ্যমে ১৫ মে মধ্যরাত পর্যন্ত ১৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। ট্যুইট করে এমনই জানাল রেলমন্ত্রক। আরও জানানো হয়েছে, গত তিনদিন ধরে রোজ দু’লক্ষেরও বেশি মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।


চলতি মাসের শুরু থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো শুরু করে রেলমন্ত্রক। ১২ তারিখ থেকে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোও শুরু হয়েছে। রোজ ১৫ জোড়া ট্রেন নয়াদিল্লি থেকে হাওড়া সহ বিভিন্ন শহরে যাতায়াত করছে।

তবে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালু হলেও, সাধারণ ট্রেন আপাতত চালু হচ্ছে না। ৩০ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে সব ট্রেন। এই ট্রেনগুলির টিকিট বাতিলের পুরো টাকা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। শ্রমিক স্পেশাল ট্রেন চালু হলেও, অনেকেই হেঁটে, সাইকেলে করে বা অন্য কোনও গাড়ির ব্যবস্থা করে বাড়ি ফেরার চেষ্টা করছেন। দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই অনেকের মৃত্য়ু হচ্ছে। বিরোধী দলগুলি পরিযায়ী শ্রমিক ইস্যুতে সরকারকে তীব্র আক্রমণ করছে।