তিরুঅনন্তপুরম: আরও ভয়াবহ রূপ নিচ্ছে কেরলের বন্যা-পরিস্থিতি। শুধুমাত্র বৃহস্পতিবারই রাজ্যে বৃষ্টি ও বন্যা সম্পর্কিত ঘটনায় মারা গিয়েছেন ১০৬ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দাবি, এখনও পর্যন্ত কেরলের বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩।


কেন্দ্রীয় সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাতেই কেরলের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, আকাশপথে তিনি বন্যা-পীড়িত অঞ্চলগুলি পরিদর্শন করবেন।


কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন গতকাল বলেছিলেন, উদ্ধারকার্যে ২৩টি অতিরিক্ত হেলিকপ্টার ও ২০০টি উদ্ধারকারী নৌকাকে মোতায়েন করা হচ্ছে। প্রায় ৪ হাজার দুর্গত মানুষকে উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে।


সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরনাকুলাম, ত্রিশূর ও পতনমতিত্তা। সেখানে বিশাল পরিমাণে সামরিক বাহিনীর তিন বিভাগ—স্থল, নৌ ও বায়ুসেনা জওয়ানদের নামানো হয়েছে। তাঁদের সহায়তা করছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।


শুধু তাই নয়, স্থানীয় মৎস্যজীবীরাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ ও উদ্ধারকার্যে কেরলে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে তিন বাহিনীই। পাশাপাশি, ৫৪০ সদস্য বিশিষ্ট এনডিআরএফ-এর ১২টি অতিরিক্ত দল পৌঁছেছে রাজ্যে।


কেরলের বন্যায় প্রায় ১.৫ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেন। তাঁদের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। আবহাওয়া পূর্বাভাস, ফের নতুন করে ঝড়বৃষ্টি হতে পারে কেরলে।