গুয়াহাটি: দেশে বকেয়া মামলার সংখ্যা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। বললেন, গত ২৫ বছর ধরে চলার পর এখনও নিষ্পত্তি হয়নি এমন মামলার সংখ্যা ২ লক্ষের বেশি। এমনকী, পাঁচ দশক ধরে চলমান মামলার সংখ্যাও এক হাজার ছাড়িয়েছে।
রবিবার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধান বিচারপতি জানান, বকেয়া মামলার জন্য বিচারবিভাগকে হামেশাই সমালোচনার সম্মুখীন হতে হয়। কিন্তু, একা বিচারবিভাগ এর জন্য দায়ী নয়। প্রশাসনেরও কিছু দায়িত্ব থেকেই যায়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বলেন, দেশে এখন ৯০ লক্ষের মতো বকেয়া দেওয়ানি মামলা রয়েছে। এরমধ্যে প্রায় ২০ লক্ষ মামলা এমন পর্যায়ে রয়েছে, যেখানে সমন পর্যন্ত জারি করা হয়নি। অর্থাৎ শতাংশের হারে ২৩ শতাংশ। অন্যদিকে, ফৌজদারি মামলায়, এই পরিসংখ্যান আরও খারাপ। বর্তমানে ২.১০ কোটি মামলা বকেয়া রয়েছে। এর মধ্যে সমন-পর্যায়ে আটকে রয়েছে এক কোটির বেশি মামলা। ফলত, সমন যদি না পাঠানো হয়, তাহলে বিচারকরা কী করে বিচার প্রক্রিয়া শুরু করবেন? আর সমন পাঠানোর এক্তিয়ার কেবলমাত্র প্রশাসনের হাতে রয়েছে। তিনি যোগ করেন, মোট বকেয়া ফৌজদারি মামলার মধ্যে ৪৫ লক্ষ ছোটখাটো অপরাধের জন্য।
বিচারপতি গগৈ জানান, গত ১০ জুলাই বিচারপতিদের সভায় তিনি উপস্থিত সকলকে অনুরোধ করেন, যত দ্রুত সম্ভব এই ২৫ বা ৫০ বছর ধরে ঝুলে থাকা মামলাগুলির নিষ্পত্তি করতে। পাশাপাশি, তিনি আশাপ্রকাশ করেন যে, বিচারপতিদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করতে কেন্দ্রকে দেওয়া তাঁর প্রস্তাব গৃহীত হবে।
২ লক্ষের বেশি মামলা ২৫ বছর ধরে বকেয়া রয়েছে: রঞ্জন গগৈ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2019 08:21 PM (IST)
প্রধান বিচারপতি বলেন, দেশে এখন ৯০ লক্ষের মতো বকেয়া দেওয়ানি মামলা রয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -