লখনউ: খোলা ইলেকট্রিক তারের সঙ্গে বসপা নেত্রী মায়াবতীর তুলনা করলেন উত্তর প্রদেশের মন্ত্রী গিরিরাজ সিংহ ধর্মেশ। মায়াবতীকে ছুঁলেই মৃত্যু বা ধ্বংস অনিবার্য বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, বসপা সুপ্রিমোর বিশ্বাসযোগ্যতা নেই, নিজের সুবিধে আদায় করে নিয়ে অন্যদের পিছনে ছুরি বসান তিনি।


ধর্মেশ রাজ্যের সামাজিক উন্নয়ন ও পিছিয়ে পড়া শ্রেণি উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, মায়াবতী খোলা তারের মত। ছুঁলেই মৃত্যু। তিনি বিশ্বাসযোগ্য নন, সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সমাজবাদী পার্টিকে ব্যবহার করেছেন, নিজের দলের শক্তি বাড়িয়েছেন, তারপর ছুঁড়ে ফেলেছেন। প্রয়াত বিজেপি নেতা ব্রহ্ম দত্ত দ্বিবেদী সেই কুখ্যাত গেস্ট হাউস কাণ্ডে মায়াবতীর জীবন বাঁচিয়েছিলেন। বিজেপি তাঁকে তিনবার মুখ্যমন্ত্রী হতে সাহায্য করে।

ধর্মেশ আরও বলেছেন, বসপা প্রতিষ্ঠাতা কাঁসিরাম রহস্যময়ভাবে মারা যান, সেই মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে শিগগিরই দেখা করবেন তিনি।