জয়সলমের: ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত থেকে গ্রেফতার সন্দেহভাজন পাক গুপ্তচর নবাব খান। রাজস্থানের সাম অঞ্চলের বাসিন্দা ৩৬ বছরের নবাব পেশায় গাড়ি চালক। ভারতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত ডিরেক্টর জেনারেল উমেশ মিশ্র জানিয়েছেন, নবাব খান গুপ্তচরবৃত্তি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-কে ভারতীয় সেনার তথ্য পাচার করত বলে অভিযোগ রয়েছে নবাবের বিরুদ্ধে। মঙ্গলবার এই সন্দেহভাজন চরকে গ্রেফতার করা হয়।


গোয়েন্দাদের দাবি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে ভারতীয় সেনার অনেক গোপনীয় তথ্য সে তুলে দিয়েছে। হোয়াটসঅ্যাপে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই তথ্য পাচার করা হত। গত বছর থেকেই নবাব খান আইএসআই-এর কাছে তথ্য তুলে দিত বলে গোয়েন্দারা জানিয়েছেন। এবং পরিবর্তে টাকাও পেত নবাব খান। এই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়েছে বলে খবর।