নয়াদিল্লি: পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে কিছু লোকদেখানো ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলকে বোকা বানানোর চেষ্টা করছে। মুম্বই সন্ত্রাসবাদী হানা মামলার মূল চক্রী হাফিজ মহম্মদ সঈদ ও তার ঘনিষ্ঠ ১২ সহযোগীকে ‘সন্ত্রাসবাদে অর্থ’ ঢালার জন্য ২৩ টি মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে পাকিস্তানের দাবিকে এভাবেই উড়িয়ে দিল ভারত। পাকিস্তানের ওপর আন্তর্জাতিক মহলের চাপ দিনদিন বাড়ছে। ভারতে নাশকতা ঘটানো জঙ্গি গোষ্ঠীগুলিকে দমন করতে পাকিস্তানকে কার্যকর ব্যবস্থা নিতে বলছে গোটা বিশ্ব। তার মধ্যেই সঈদ, তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলার কথা বলল পাকিস্তান। ওদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে তারা।
কিন্তু নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার সাংবাদিকদের সামনে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেন, ওরা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ওপর ওপর লোকদেখানো কিছু ব্যবস্থা নিয়ে গোটা দুনিয়াকে বিভ্রান্ত করতে চাইছে। আমরা যেন তাতে বোকা বনে না যাই। সন্ত্রাসবাদী গোষ্ঠী, জঙ্গি দমনে পাকিস্তান আন্তরিক কিনা, তার বিচার হবে ওরা ওদের মাটি থেকে উদ্ভূত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য, অপরিবর্তনীয়, পর্যালোচনা করা যায়, এমন ব্যবস্থা নিতে পারছে কিনা, তার ওপর। ভারতের বক্তব্য, তারা সন্ত্রাসমুক্ত পরিবেশে পাকিস্তানের সঙ্গে সহজ, স্বাভাবিক সম্পর্ক চায়। ওরা কখনও কখনও আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দিতে যে আন্তরিকতাহীন, ওপর ওপর কিছু পদক্ষেপ করে থাকে, তার ভিত্তিতে সম্পর্ক চায় না ভারত।
লাহোরের খবর, পঞ্জাব প্রদেশের সন্ত্রাসদমন শাখা গতকাল সঈদ সহ তার জামাত-উদ-দাওয়া গোষ্ঠীর ১৩ নেতার বিরুদ্ধে সন্ত্রাসের পিছনে অর্থ ঢালা, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত ২৩টি এফআইআর রুজু করে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে জানান পঞ্জাব পুলিশের মুখপাত্র নিয়াব হায়দর নকভি। পঞ্জাব প্রদেশের একাধিক শহরে এফআইআরগুলি দায়ের হয়েছে।
সঈদ, সাগরেদদের বিরুদ্ধে ২৩টি মামলা: জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ওপর ওপর কিছু ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলকে বোকা বানাতে চাইছে পাকিস্তান, বলল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jul 2019 05:56 PM (IST)
পাকিস্তানের ওপর আন্তর্জাতিক মহলের চাপ দিনদিন বাড়ছে। ভারতে নাশকতা ঘটানো জঙ্গি গোষ্ঠীগুলিকে দমন করতে পাকিস্তানকে কার্যকর ব্যবস্থা নিতে বলছে গোটা বিশ্ব। তার মধ্যেই সঈদ, তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলার কথা বলল পাকিস্তান। ওদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে তারা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -