নয়াদিল্লি: সংসদের উভয় কক্ষে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাস হওয়ার ঘটনাকে সংসদীয় গণতন্ত্রের ‘স্মরণীয় মুহূর্ত’ বলে অভিহীত করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, রাজ্যে এক নতুন ভোর অপেক্ষা করছে। কারণ এখন জম্মু ও কাশ্মীর কায়েমী স্বার্থের গোষ্ঠীগুলির ‘শেকল ভেঙে’ দিয়েছে।
এদিন লোকসভায় ২৬৬-৬৬ ভোটের ব্যবধানে লোকসভায় পাস হয় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯। এর পরই, একাধিক টুইটে অভিনন্দন ও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, আমরা একসঙ্গে আছি। একসঙ্গে আমরা এগিয়ে চলব এবং ১৩০ কোটি দেশবাসীর স্বপ্নপূরণ করব। সংসদীয় গণতন্ত্রের স্মরণীয় মুহূর্ত, যেখানে বিপুল সমর্থনে জম্মু ও কাশ্মীর নিয়ে ঐতিহাসিক বিল পাস করা হল।





এর আগে, গতকাল রাজ্যসভায় পেশ হয়েছিল বিলটি। সেখানে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করা সহ রাজ্যকে ভেঙে পৃথক দুটি কেন্দ্র-শাসিত অঞ্চলে গঠন করার প্রস্তাব দেওয়া হয়। সেখানেও, সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে পাস হয় বিলটি। এদিন পাস হল লোকসভায়।



এদিন মোদি বলেন, বহু বছর ধরে, কিছু কায়েমি স্বার্থ বজায় রাখা গোষ্ঠী, যারা মানসিকভাবে ব্ল্যাকমেল করায় বিশ্বাসী ছিল, কোনওদিন মানুষের ক্ষমতায়ণের চেষ্টা করেনি। জম্মু ও কাশ্মীর আজ তাদের শেকল ভেঙে বেরিয়ে এসেছে। এক নতুন ভোর, উন্নততর আগামী অপেক্ষা করছে।









প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁদের অদম্য সাহস ও ধৈর্য্যের জন্য জম্মু, কাশ্মীর ও লাদাখের ভাই-বোনদের কুর্নিশ। তিনি যোগ করেন, এই বিলের ফলে ওই এলাকায় সংহতি ও ক্ষমতায়ণ বৃদ্ধি পাবে। এই পদক্ষেপের ফলে, যুবসম্প্রদায় সমাজের মূলস্রোতে ফিরবে। নিজেদের দক্ষতা ও মেধা দেখানোর জন্য অসংখ্য সুযোগ পাবে তারা। স্থানীয় পরিকাঠামোর প্রভূত উন্নতি হবে।