নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিষয়ে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শনই ঠিক বলে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ব্যর্থ। এমনই দাবি করলেন প্রবীণ বিজেপি নেতা অরুণ জেটলি। তাঁর আরও দাবি, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিহাসে স্থান পেয়েছেন। সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করায় কংগ্রেসকে ‘মস্তিষ্কহীন মুরগি’ বলে কটাক্ষ করেছেন জেটলি। তাঁর মতে, কংগ্রেস নেতারা দলকে নীচে নিয়ে যাওয়ার দৌড়ে সফল হওয়ার বিষয়ে বদ্ধপরিকর।


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে জেটলি আরও বলেছেন, ‘স্বচ্ছতা ও দৃঢ়প্রতিজ্ঞ মানসিকতার মাধ্যমে প্রধানমন্ত্রী ইতিহাস গড়েছেন। আজ যখন ইতিহাস নতুন করে লেখা হচ্ছে, তখন কাশ্মীর নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শন ঠিক বলে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে পণ্ডিতজির স্বপ্নের সমাধান ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। বিজেপি ৩৭০ ধারা নিয়ে যে স্লোগান দিয়েছিল, সেটা কার্যকর করা সম্ভব বলে না বলে যে ধারণা তৈরি হয়েছিল, সেটাও ভুল প্রমাণ হল। কংগ্রেস প্রথমে সমস্যা তৈরি করেছিল, তারপর সেটা বাড়িয়ে দেয়। দেশের মানুষের থেকে ক্রমশঃ দূরে সরে যাচ্ছে মস্তিষ্কহীন মুরগিতে পরিণত হওয়া কংগ্রেস।’