অনুরাগ কাশ্যপকে নিয়ে বিতর্কে তাঁর নাম টেনে এনেছিলেন। তার জন্য অভিনেত্রী রিচা চাড্ডার কাছে ক্ষমা চাইলেন পায়েল। বম্বে হাইকোর্টে পায়েলের বিরুদ্ধে ১ কোটি ১০ লক্ষ টাকার মানহানির মামলা করেছিলেন রিচা। অযথা তাঁকে কালিমালিপ্ত করায় পায়েলকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছিলেন। ক্ষমা চেয়ে নিয়েছেন পায়েল। তবে ভবিষ্যতে রিচা যে তাঁর বিরুদ্ধে মামলা করবেন না, কাগজে কলমে সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পায়েল তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন বলে সোমবার সকালে ট্যুইট করে জানান রিচা।
গোটা বিতর্কে শুরু থেকেই রিচার পাশে ছিলেন তাপসী পান্নু। ক্ষমা চাওয়ার কথা জানতে পেরে রিচার উদ্দেশে তিনি লেখেন, ‘নিঃশর্ত ক্ষমাতেও কিছু শর্ত ঢোকানো হয়েছে। কী আর বলব বোন। কিন্তু জোরদার লড়াই করেছো তুমি’।