নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করে সনিয়া গাঁধীর তীব্র আক্রমণ। ইউপিএ চেয়ারপার্সনের অভিযোগ, কেন্দ্রের বর্তমান সরকার বিরুদ্ধ মত, দৃষ্টিভঙ্গিকে মর্যাদা দিতে তৈরি নয় আর যে মানুষরা নিজেদের মত, বিশ্বাসে অটল থাকে, তাদের ওপর হামলা হলে তারা মুখ ঘুরিয়ে থাকে। দেশবাসীকে দেশপ্রেমের নতুন সংজ্ঞা শেখানো হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি। দেশের আত্মাকে সুচিন্তিত পরিকল্পনামাফিক চক্রান্তের মাধ্যমে চূর্ণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন সনিয়া। বলেন, এটা খুবই উদ্বেগের ব্যাপার।
সনিয়া বলেন, আজকাল আমরা দেশপ্রেমের নতুন সংজ্ঞা শিখছি আর যারা বৈচিত্র্য, বিভিন্নতা স্বীকার করে না, তারাই দেশপ্রেমিকের স্বীকৃতি পাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার দেশে আইনের শাসন কায়েম করার কর্তব্য পালনে প্রস্তুত নয়।
পাশাপাশি কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে সনিয়া বলেন, দল ক্ষমতায় এলে সেগুলির রূপায়ণে নজরদারি চালাতে একটা সিস্টেম চালু হবে। আমাদের প্রতিশ্রুতিগুলি সম্পর্কে কোনও দ্বিধা, সংশয়ই নেই আমার মনে। আমাদের সরকার তৈরি হওয়ার পর সেগুলির বাস্তবায়নে নজর রাখার ব্যবস্থা থাকবে।
দেশপ্রেমের নতুন সংজ্ঞা শেখানো হচ্ছে, পরিকল্পনামাফিক চক্রান্তে চূর্ণ হচ্ছে দেশের আত্মা, মোদি সরকারকে আক্রমণ সনিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
06 Apr 2019 06:48 PM (IST)
সনিয়া বলেন, আজকাল আমরা দেশপ্রেমের নতুন সংজ্ঞা শিখছি আর যারা বৈচিত্র্য, বিভিন্নতা স্বীকার করে না, তারাই দেশপ্রেমিকের স্বীকৃতি পাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার দেশে আইনের শাসন কায়েম করার কর্তব্য পালনে প্রস্তুত নয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -