নয়াদিল্লি: প্রকাশিত হল ২০১৮ সালের ইউপিএসসি-র চূড়ান্ত ফল। সফল হয়েছেন মোট ৭৫৯ জন। তাঁদের মধ্যে ৫৭৭ জন পুরুষ এবং ১৮২ জন মহিলা। প্রথম আইআইটি বম্বের বি টেক কনিষ্ক কাটারিয়া। মহিলাদের মধ্যে প্রথম শ্রুষ্টি জয়ন্ত দেশমুখ। কেরলের প্রথম আদিবাসী মহিলা হিসেবে সাফল্য পেয়েছেন শ্রীধন্যা সুরেশ। ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।



২০১৮ সালের ৩ জুন ইউপিএসসি (প্রিলিমিনারি) হয়। প্রাথমিকভাবে আবেদন জানিয়েছিলেন ১০,৬৫,৫৫২ জন। তবে পরীক্ষায় বসেন ৪,৯৩,৯৭২ জন। ইউপিএসসি (মেইন)-এর যোগ্যতা অর্জন করেন ১০,৪৬৮ জন। ২০১৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এই পরীক্ষা হয়। পার্সোনালিটি টেস্টের যোগ্যতা অর্জন করেন ১,৯৯৪ জন। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে পার্সোনালিটি টেস্ট হয়। চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে, প্রথম ২৫ জন সফল প্রার্থীর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১০ জন মহিলা।

তফশিলি জাতির কনিষ্কর বাবা আইএএস অফিসার। এই প্রথম ইউপিএসসি-তে বসেন কনিষ্ক। প্রথমবারেই চূড়ান্ত সাফল্য পেলেন তিনি। ভোপালের বাসিন্দা শ্রুষ্টির বাবা ইঞ্জিনিয়ার এবং মা শিক্ষিকা। তিনি জানিয়েছেন, ‘নিজের উপর বিশ্বাস থাকলে সব লক্ষ্য পূরণ করা সম্ভব।’

রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়েইনাড়ের তরুণী শ্রীধন্যা ৪১০ র‌্যাঙ্ক করেছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। ফেসবুক পোস্টেও শ্রীধন্যাকে অভিনন্দন জানিয়েছেন বিজয়ন।