ইসলামাবাদ: # অভিনন্দন বর্তমানের ভারতে ফেরা ঠেকানোর চেষ্টা রুখে দিল পাকিস্তানের আদালত। পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ভারতের হাতে তুলে দেওয়ার ঘোষণার পাল্টা ইসলামাবাদ হাইকোর্টে জনৈক পাকিস্তানি নাগরিক যে পিটিশন দিয়েছিলেন, তা খারিজ হয়ে গিয়েছে। ভারতে ফেরানো চলবে না, ধৃত ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের বিচার করতে হবে পাকিস্তানে। ইসলামাবাদ হাইকোর্টে এই মর্মে আবেদন পেশ করেছিলেন পড়শী দেশের ওই নাগরিক। ইমরান খান সরকারকে অভিনন্দনকে ভারতে ফেরানো থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়ার আবেদন করেছেন তিনি। পাকিস্তান রেঞ্জার্সের একটি সূত্রের খবর, পাক প্রধানমন্ত্রীর পার্লামেন্টে গতকালের ঘোষণা মতো আজ বিকাল চারটেয় ওয়াগা সীমান্তে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দনকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কথা। তিনি ইতিমধ্যেই ইসলামাবাদ থেকে সড়কপথে ওয়াগা রওনা দিয়েছেন। কিন্তু তার আগেই ওই পিটিশন শুনানির জন্য গৃহীত হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে। পিটিশন শুনবেন হাইকোর্টের বিচাররপতি আতহার মিনহাল্লাহ।
পিটিশনারের দাবি, ভারতীয় বায়ুসেনার ওই অফিসার পাকিস্তানে বোমা ফেলতেই আকাশসীমা লঙ্ঘন করেছেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে অপরাধ করেছেন, তাঁকে বিচারের মুখে দাঁড়াতে হবে।
নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত, পাকিস্তানের বায়ুসেনাদের তীব্র সংঘাতের পর অভিনন্দনের মিগ ২১ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর তিনি পাকিস্তানের হাতে ধরা পড়েন। তাঁর ওপর অত্যাচারের অভিযোগেও উত্তাপ তৈরি হয়। গতকাল নানা মহলের চাপে পাক প্রধানমন্ত্রী সেদেশের পার্লামেন্টে ঘোষণা করেন, শান্তির স্বার্থে প্রথম পদক্ষেপ হিসাবে অভিনন্দনকে শুক্রবার ছেড়ে দেওয়া হবে। তাঁরা উত্তেজনা প্রশমনে আলোচনার দরজা খুলতে এই সিদ্ধান্ত নিলেন।
এদিকে পাকিস্তান অভিনন্দনকে বিমানে চাপিয়ে ফেরানোর ভারতের আর্জি প্রত্যাখ্যান করেছে। সরকারি সূত্রে বলা হচ্ছে, গতকাল তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ইমরান খান ঘোষণা করার পরই নয়াদিল্লির তরফে ইসলামাবাদকে জানানো হয়, ধৃত পাইলটকে ওয়াগা সীমান্তের পরিবর্তে বিমানে ফেরত পাঠানো হোক। ভারতীয় প্রতিরক্ষা মহল থেকে তাঁকে ফিরিয়ে আনতে পাকিস্তানে বিশেষ বিমান পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু রাতেই পাকিস্তান সেই প্রস্তাব নাকচ করে জানিয়ে দেয়, তাঁকে আত্তারি-ওয়াগা সীমান্ত দিয়েই ভারতের হাতে তুলে দেওয়া হবে। লাহৌর থেকে ২৫ কিমি দূরত্ব ওয়াগা সীমান্তের।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের বিরুদ্ধে অপরাধ করেছেন, অভিনন্দনকে ছাড়া চলবে না, বিচার চেয়ে পিটিশন, খারিজ ইসলামাবাদ হাইকোর্টে, বিমানে পাঠানোর ভারতের আবেদন খারিজ পাকিস্তানের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Mar 2019 02:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -