নয়াদিল্লি: লাগাতার বেড়েই চলেছে পেট্রোপণ্যের দাম। মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলে রবিবারও ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা। আর তাতেই বিমানের জ্বালানির থেকে প্রায় ৩ গুণ বেড়েছে অটোর জ্বালানির দাম।


করোনা পরিস্থিতিতে যখন দেশের আর্থিক অবস্থা বেসামাল, তখন লাগাতার জ্বালানির দাম বেড়ে চলায় মাথায় হাত মধ্যবিত্তের। আজ, রবিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫টাকা ৮৪ পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১১ টাকা ৭৭ পয়সা। এদিন মুম্বইতে ডিজেলের দাম ১০২ টাকা ৫২ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম ৯৪ টাকা ৫৭ পয়সা। আজকের হিসেবে দিল্লিতে বিমানের প্রতি লিটার জ্বালানির দাম ৭৯ টাকা। যা দু’চাকার গাড়ির তুলনায় ৩৩ শতাংশ বেশি। কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৩ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা।  এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতি লিটার ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, বিহার, কেরল, কর্ণাটক, লাদাখে।


উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পরিসংখ্যান বলছে, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে প্রায় ২১ টাকা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৯ টাকারও বেশি। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির এই জোড়া জ্বালায় চরম বিপাকে পড়েছে মধ্যবিত্ত। 


আরও পড়ুন: Petrol Diesel Price: উত্‍সবের মরসুমে আরও তীব্র জ্বালানির জ্বালা, ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম