কলকাতা: উত্সবের মরসুমে লাগাতার জ্বালানির দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ফের নতুন রেকর্ড গড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ৩৩ পয়সা, ডিজেলের দাম লিটারে বেড়েছে ৩৫ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে সেঞ্চুরির পথে এগোচ্ছে ডিজেল। কলকাতায় ডিজেলের দাম হল লিটারে ৯৭ টাকা ৬৮ পয়সা। পুজোর আগে থেকেই জ্বালানির দাম বেড়েই চলেছে। তার প্রভাব পড়ছে বাজারেও। করোনা পরিস্থিতিতে যখন দেশের আর্থিক অবস্থা বেসামাল, তখন লাগাতার জ্বালানির দাম বেড়ে চলায় মাথায় হাত মধ্যবিত্তের।
বিশ্ব জুড়ে জ্বালানি তেলের চাহিদা বাড়লেও, তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ‘ওপেক’ দিন পিছু উৎপাদন নির্দিষ্ট পরিমাণে বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭২ থেকে বেড়ে ৮২ ডলারে পৌঁছে গিয়েছে। আগুন লেগেছে জ্বালানি তেলের দামে। তার ওপর কেন্দ্র ও রাজ্যের ট্যাক্স যোগ হয়ে আরও দুর্মূল্য হয়েছে পেট্রোল ও ডিজেল। গতকাল লিটারপ্রতি পেট্রোলের দাম হয় ৩৬ পয়সা ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩৫ পয়সা বাড়ল। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ১০ পয়সা হল। ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৭ টাকা ৩৩ পয়সা।
উত্সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। পরিসংখ্যান বলছে, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে প্রায় ২১ টাকা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ১৯ টাকারও বেশি। করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানির এই জোড়া জ্বালায় চরম বিপাকে পড়েছে মধ্যবিত্ত।
তেলের দামে আগুন লাগায় জিনিসপত্রে দাম বাড়ছে। মাছ-মাংস থেকে আনাজ, সবজি বাজার আগুন। দিশেহারা সাধারণ মানুষ। করোনা আবহে কাজ হারানো পরিবারগুলি শঙ্কা, কতদিন সামলানো যাবে পকেটের টান? পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে কি আদৌ লাগাম পরাবে সরকার? নাকি ডিজেলের দামও লিটারে ১০০ টাকা ছুঁয়ে ফেলবে? উত্সবের মরসুমে উদ্বেগে আম জনতা।