নয়াদিল্লি : আজও পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) দাম অপরিবর্তিত রেখেছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলি। দুই জ্বালানির নতুন দর আজ ইতিমধ্যেই প্রকাশ করেছে তেল কোম্পানিগুলি। তাতে এদিনও দামের কোনও পরিবর্তন হয়নি।
মহানগরীগুলিতে আজ (Petrol-Diesel Price on 23 November 2021) petrol ও diesel এর দাম কত আজ -
শহর (City) | পেট্রোল (Petrol) | ডিজেল (Diesel) |
---|---|---|
দিল্লি | ১০৩.৯৭ | ৮৬.৬৭ |
Mumbai | ১০৯.৯৮ | ৯৪.১৪ |
Chennai | ১০১.৪০ | ৯১.৪৩ |
Kolkata | ১০৪.৬৭ | ৮৯.৭৯ |
Source: ইন্ডিয়ান অয়েল |
গত কয়েক মাসে টানা মূল্যবৃদ্ধির পর আপাতত পেট্রোল ও ডিজেলের দাম গত কয়েক দিনে একই রয়েছে।
প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দামের কথা জানানো হয়। দামে কোনও পরিবর্তন হলে তা সকাল ৬টা থেকে কার্যকর হয়। এসএমএসের মাধ্যমেও জানা যায় পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে ও বিপিসিএল গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে দাম জেনে নিতে পারেন। এইচপিসিএল গ্রাহকরা HPPrice লিখে 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জেনে নিতে পারেন।