মানিলা: ফিলিপিন্সে বিমান দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। ১৭ থেকে বেড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। রবিবার একটি C-130 সেনা বিমান ভেঙে পড়ে দক্ষিণ ফিলিপিন্সে। জানা যায় বিমানটিতে ৮৫ জন সেনা ছিলেন। 


 






৮৫ জনের মধ্যে প্রথমে ৪০ জন সেনা জওয়ানকে উদ্ধার করা গিয়েছিল। ঘটনার পর দীর্ঘক্ষণ দাউ দাউ করে জ্বলেছে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্যেই উদ্ধারকার্য চালানো হয়। এ দিন প্রথমে ১৭ জনের মৃতদেহ মেলে। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫ জনে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪৫ জনের মৃত্যু হয়েছে।


এদিন ঘটনার পরবর্তী একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি বনাঞ্চলে সেনাদের নিয়ে বিমানটি ভেঙে পড়েছে। গাছ-গাছালি থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই আগুন। ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা জানিয়েছেন, বিমানটিতে ৩ জন পাইলট, পাঁচ জন ক্রু মেম্বার-সহ মোট ৮৫ জন যাত্রী ছিলেন। 


পাশাপাশি ফিলিপিন্সের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনার সি-১৩০ বিমানটিতে এদিন মোট ৮৫ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেই সেনাবাহিনীর কর্মী। এ দিন সবেমাত্র প্রশিক্ষণ শেষ হয়েছিল তাঁদের। এরপর ওই প্রশিক্ষণ প্রাপ্ত সেনাদের সন্ত্রাসদমনে জন্য যৌথ বাহিনীর সঙ্গে জোলো দ্বীপের সুলু প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তাঁদের মোতায়েনের কথা ছিল।


ফিলিপিন্সের দক্ষিণ প্রান্তে সন্ত্রাস বেড়েছে। পরিস্থিতি মোকাবিলা করতেই সেখানে সেনা বাডা়নো হচ্ছিল বলে খবর। কিন্তু গন্তব্য অবধি পৌঁছনো সম্ভব হল না। গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রা পথেই ভেঙে পড়ে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্বাভাবিকভাবেই। যদিও এই দুর্ঘটনার সঙ্গে নাশকতার কোনওরকম যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।