ডেইলি মেল-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ছবিটি আসলে গোল্ডেন ক্রাউনড ফ্লাইং ফক্সের। এ ধরনের প্রজাতির বাদুড় নিরামিশাষী। মূলত ফলমূলই তাদের প্রধান খাবার। এশিয় দ্বীপপুঞ্জের এই প্রজাতির বাদুড়।
আর এই ছবি সম্পর্কে যেটা জেনে রাখা প্রয়োজন, তা হল অন্যান্য প্রজাতির বাদুড়ের থেকে বড় হলেও তা কখনও মনুষ্য আকৃতির নয়। কিন্তু তাদের ডানা হয় বিশাল। কখনও কখনও তা পাঁচ ফুটও হতে পারে। আর এই কারণেই বাদুড়টিকে এত বড় দেখিয়েছে। সেইসঙ্গে রয়েছে আলোকচিত্রীর ক্যামেরার কৌশলও। আর সেজন্যই বাদুড়টিকে এতটা বড় দেখিয়েছে।
ট্যুইটে এই ছবি প্রায় দুই লক্ষ রিট্যুইট হয়েছে। লাইক পড়েছে ২.৭ লক্ষেরও বেশি। ছবির ক্যাপশনও ইন্টারনেট ইউজারদের নজর কেড়ে নিয়েছিল। এতে বলা হয়, মনে আছে, আমি বলেছিলাম, ফিলিপিন্সের মানুশের আকৃতির বাদুড় রয়েছে? হ্যাঁ, আমি এটার কথাই বলেছিলাম।
এর পরের ট্যুইটেই অবশ্য বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দিয়ে মনুষ্য-আকৃতি ট্যুইটের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
আর এই ছবিটি সম্পর্কে ইউজাররা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।