পুণে: নরেন্দ্র মোদিকে কটাক্ষ রাহুল গাঁধীর। বললেন, প্রধানমন্ত্রীর সমস্যা ‘আমিই সব জানি’, এই মনোভাব। এজন্য তিনি তাঁকে উদ্দেশ্য করে প্রশ্ন শুনতে পছন্দ করেন না, ‘অস্বস্তিকর’ প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে প্রকাশ্য অনুষ্ঠান এড়িয়ে যান। কিন্তু তিনি প্রশ্নের সম্মুখীন হতে ভয় পান না বলে পুণেতে পড়ুয়াদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে দাবি করেন রাহুল। কংগ্রেস সভাপতি বলেন, এখানে ৭ হাজার পড়ুয়ার সামনে রয়েছি। আপনাদের যা যা প্রশ্ন করার আমায় করছেন। হয়তো কিছু প্রশ্ন অস্বস্তি দেবে, তবুও তার মোকাবিলা করব।
কেন মোদি এ ধরনের প্রকাশ্য সভায় আসেন না, যেখানে যে কেউ সোজাসুজি তাঁকে প্রশ্ন করতে পারেন, পড়ুয়াদের বলেন রাহুল। তারপর নিজেই সম্ভাব্য জবাব দেন। কংগ্রেস সভাপতি বলেন, এটা হল ‘আমিই সব জানি, আর কেউ কিছু জানে না’, এই মানসিকতা। এই সমস্যা শুধু প্রধানমন্ত্রীরই নয়, প্রতিটি স্তরেই আছে। আমরা প্রশ্ন শুনে খুশি হই না।
পড়ুয়াদের প্রশ্ন করায় উত্সাহ দেন রাহুল, ভারতের শিক্ষা ব্যবস্থা প্রশ্ন করতে শেখায় না বলে অনুযোগ করে খেদ জানান। বলেন, প্রশ্ন উঠলেই তো উত্তর মিলবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়ুয়াদের প্রশ্ন করতে বলি না আমরা। শিক্ষকরা বলে যান, পড়ুয়ারা শুধু শোনে। আমাদের মুখস্থ করে মনে রাখা নির্ভর ব্যবস্থা থেকে প্রশ্ন-উত্তরমুখী ব্যবস্থার দিকে যেতে হবে, যেখানে শিক্ষক প্রশ্নে অস্বস্তিতে পড়বেন, যাতে তিনি উত্তর খোঁজার চেষ্টা করেন।
রাহুল বলেন, তিনি রাজনৈতিক নেতা, তাঁকে জটিল প্রশ্ন করে অস্বস্তিতে ফেলার মধ্যে কোনও অন্যায়ই নেই। বর্তমান পরিস্থিতিতে বদল ঘটাতে দেশের শিক্ষা ব্যবস্থা, ব্যবসা ক্ষেত্রে এমনকী রাজনৈতিক সিস্টেমেও স্কিল বা দক্ষতাকে মূল মাপকাঠি করা প্রয়োজন বলে সওয়াল করেন তিনি।
পড়ুয়াদের সামনে রাহুল আজও বলেন, আমি প্রধানমন্ত্রীকে ভালবাসি। ওনার প্রতি সত্যিই কোনও ক্রোধ বা ঘৃণা নেই আমার মনে। কিন্তু আমার প্রতি শুধুই রাগ আছে ওনার। এই মন্তব্যের পর মোদি, মোদি ধ্বনি ওঠে। কিন্তু রাহুল বলেন, ঠিক আছে। ওকে!