পাকইয়ং (সিকিম): সিকিমের পাকিয়ংয়ে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর দেশের প্রতি উত্সর্গ করলেন নরেন্দ্র মোদী। ফলে আজকের দিনটি সিকিম ও সারা দেশের কাছে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, আমাদের দেশে এবার ১০০টা বিমানবন্দর হল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০১৪ পর্যন্ত ৬৫টি বিমানবন্দর ছিল, গত ৪ বছরে আমরা আরও ৩৫টা তৈরি করেছি।
বিমানবন্দরের সূচনা করে স্থানীয় স্কুলের মাঠে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, উত্তরপূর্বকে ভারতের উন্নয়নের চালিকাশক্তি বা ইঞ্জিন করে তুলতে দায়বদ্ধ আমরা। স্বাধীনতার পর এই প্রথম উত্তরপূর্বের সঙ্গে বিমান ও রেলপথ, দুটোতেই যোগাযোগ বাড়ানো, বিদ্যুত্ সরবরাহ ও পরিকাঠামো তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।
সিকিমের প্রথম বিমানবন্দর তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল গ্যাংটকের প্রায় ৩৩ কিমি দূরে, ২০০৯ সালে। ৯ বছর বাদে তৈরি হল বিমানবন্দর। ৪ অক্টোবর পাকিয়ঙে প্রথম বাণিজ্যিক উড়ান শুরু হবে।
ভারত-চিন সীমান্ত থেকে প্রায় ৬০ কিমি দূরে ২০১ একরের বেশি এলাকা জুড়ে পাকিয়ং থেকে প্রায় ২ কিমি উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ ফুট উঁচুতে নতুন বিমানবন্দরটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সিকিমের মুখ্যসচিব এ কে শ্রীবাস্তব।