বিমানবন্দরের সূচনা করে স্থানীয় স্কুলের মাঠে প্রধানমন্ত্রী ভাষণে বলেন, উত্তরপূর্বকে ভারতের উন্নয়নের চালিকাশক্তি বা ইঞ্জিন করে তুলতে দায়বদ্ধ আমরা। স্বাধীনতার পর এই প্রথম উত্তরপূর্বের সঙ্গে বিমান ও রেলপথ, দুটোতেই যোগাযোগ বাড়ানো, বিদ্যুত্ সরবরাহ ও পরিকাঠামো তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।
সিকিমের প্রথম বিমানবন্দর তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল গ্যাংটকের প্রায় ৩৩ কিমি দূরে, ২০০৯ সালে। ৯ বছর বাদে তৈরি হল বিমানবন্দর। ৪ অক্টোবর পাকিয়ঙে প্রথম বাণিজ্যিক উড়ান শুরু হবে।
ভারত-চিন সীমান্ত থেকে প্রায় ৬০ কিমি দূরে ২০১ একরের বেশি এলাকা জুড়ে পাকিয়ং থেকে প্রায় ২ কিমি উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ ফুট উঁচুতে নতুন বিমানবন্দরটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সিকিমের মুখ্যসচিব এ কে শ্রীবাস্তব।