নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে লড়াইয়ে আজ আনলক ওয়ানের শেষদিন। কাল থেকে শুরু আনলক ২। আনলক ২-এর প্রাক্কালে মঙ্গলবার, দেশের উদ্দেশে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখুন প্রধানমন্ত্রী তার ভাষণে কী কীর বলেছেন---

  • ‘করোনায় মৃত্যুতে অন্য দেশের তুলনায় ভাল জায়গায় ভারত’

  • ‘সঠিক সময়ে লকডাউন কার্যকরের সুফল মিলেছে’

  • ‘আনলক ১ কার্যকর হওয়ার পর সুরক্ষা বিধি অমান্য’

  • ‘অনেক জায়গায় সুরক্ষা বিধি উপেক্ষা করা হয়েছে’

  • ‘লকডাউনের সময় কড়াভাবে নিয়ম পালন করা হয়েছে’

  • ‘কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে’

  • ‘কনটেনমেন্ট জোনে নিয়ম ভাঙলেই আটকাতে হবে’

  • ‘ভারতেও স্থানীয় প্রশাসনকে কড়াভাবে পদক্ষেপ নিতে হবে’

  • ‘এটা ১৩০ কোটি ভারতবাসীর জীবন রক্ষার বিষয়’

  • ‘গ্রাম হোক, বা শহর কোথাও কেউ নিয়মের উপরে নয়’

  • ‘এমন অবস্থা যেন না হয়, যাতে গরিবের উনুনে আগুন জ্বলবে না’

  • ‘এতবড় দেশে যেন কোনও গরিব না খেতে পায়’

  • ‘গরিব কল্যাণ প্রকল্পে ২ লক্ষ কোটি বরাদ্দ করা হয়েছে’

  • ‘৯ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি জমা’

  • ‘গ্রামে শ্রমিকদের কাজের জন্য প্রকল্পে ৫০ হাজার কোটি বরাদ্দ’

  • ‘৮০ কোটি মানুষকে বিনামূল্যে ৩ মাসের রেশন দেওয়া হয়েছে’

  • ‘বর্ষার সময় কৃষিক্ষেত্রে বেশি কাজ হয়’

  • ‘জুলাই থেকে ধীরে ধীরে উৎসবের মরসুমেরও শুরু’

  • ‘উৎসবের সময় প্রয়োজন বাড়ে, খরচও বাড়ে’

  • ‘নভেম্বরের শেষ পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন’ ---

  • ‘প্রত্যেক পরিবারকে প্রতি মাসে ১ কেজি করে ছোলা’

  • ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন’

  • ‘এই প্রকল্পের জন্য ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ’

  • ‘দেশের সৎ আয়করদাতাদের ধন্যবাদ’

  • ‘মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল, ৫ কেজি গম’