নয়াদিল্লি:  রেডিও অনুষ্ঠান মন কি  বাত-এর ৭৭ তম পর্বে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিজেপি সরকারের কেন্দ্রে ক্ষমতায় আসার সাত বছর পূর্তির দিনে এই ভাষণ।  প্রধানমন্ত্রী সাম্প্রতি জোড়া ঘুর্ণিঝড় তওতে ও ইয়াসে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। এই বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।এই বিপর্যয়ের সময়ে মানুষের নিরাপত্তা সুরক্ষিত করা ও সময় থাকতে উদ্ধারের ক্ষেত্রে যুদ্ধকালীন ভিত্তিতে যারা কাজ করেছে, সেই বাহিনীগুলির প্রশংসা করেছেন। 


প্রধানমন্ত্রী বলেছেন, এই বিপর্যয়ের সময়ে ঘূর্ণিঝড় বিধ্বস্ত রাজ্যগুলির মানুষ সাহসের সঙ্গে ধৈর্য্য ও শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতির মোকাবিলা করেছেন। উদ্ধার ও ত্রাণের কাজে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের অবদানের কথা উল্লেখ করছি, তাঁদের কুর্ণিশ জানাচ্ছি। এই বিপযর্য়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। যাঁরা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন, তাঁদের পাশে আমরা রয়েছি। 


দেশ যে কোভিড সংকটের মুখোমুখি হয়েছে, সেই প্রসঙ্গ উল্লেখ করে যাঁরা সঠিক সময়ে হাসপাতালগুলিতে জীবনদায়ী অক্সিজন পৌঁছে দিচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। 
করোনার এই তীব্রা দাপটের সময়  অতিমারীর মোকাবিলা করছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কর্মীরা। প্রধানমন্ত্রী তাঁদের প্রয়াসের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, সরকার নতুন নতুন অক্সিজেন প্ল্যান্ট গড়ে তোলার কাজ শুরু করেছে। খুব শীঘ্রই রাজ্যগুলির নিজেদের অক্সিজেন থাকবে। এরফলে জরুরিকালীন সময়ে এর দ্রুত সরবরাহ সম্ভব হবে। 
প্রধানমন্ত্রী বলেছেন, করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময় প্রত্যন্ত এলাকাগুলিতে পৌঁছে দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশ যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, তার মোকাবিলার জন্য ক্রায়োজোনিক অক্সিজেন ট্যাঙ্কারগুলির চালকরা যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করে সাহায্য করেছেন। এরফলে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা  পেয়েছে। 
দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সাহায্যের জন্য কৃষিক্ষেত্রে ও কৃষকদের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। 
কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁদের সরকার গত সাত বছর টিম ইন্ডিয়ার মতো নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও সবকা সাথ, সবকা বিকাশ-এর লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। 
প্রধানমন্ত্রী বলেছেন, গত সাত বছর দেশের মানুষের সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে ভারত অন্যান্য দেশের ষড়যন্ত্রের মুখের মতো জবাব দিয়েছে। 
প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিজেপি সরকারের সাত বছরের শাসনকালে উত্তর-পূর্বে রাজ্যগুলিতে শান্তি ও স্থিতিশীলতা এসেছে।