নয়াদিল্লি: লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরির নিশানায় নরেন্দ্র মোদী, অমিত শাহ। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেই ‘উদ্বাস্তু’ বলে আক্রমণ করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। প্রবল বিতর্ক হতে পারে তাঁর মন্তব্যে। তিনি বলেছেন, মোদী, শাহ দুজনেই অনুপ্রবেশকারী কেননা তাঁদের বাড়ি গুজরাতে, কিন্তু তাঁরা দিল্লি চলে এসেছেন। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, ভারত হিন্দু ও মুসলিমদের, তারা ছাড়াও যারা এ দেশে থাকে, তাদের সবার। ওরা মুসলিমদের তাড়িয়ে দেবে বলে আতঙ্ক ছড়াচ্ছে। যদিও ওদের সেটা করার ক্ষমতা নেই। কিন্তু ওরা দেখাতে চায়, হিন্দুদের থাকার অনুমতি দেওয়া হলেও মুসলিমদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে।


প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অধীর বলেছেন, অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনারা অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাতে, কিন্তু দিল্লি চলে এসেছেন। ‘আপ খুদ মাইগ্র্যান্ট হ্যায়’! অধীরকে উদ্ধৃত করেছে সংবাদসংস্থাটি।

অমিত শাহ যখন দেশের উত্তরপূর্বের রাজ্যগুলির নাগরিক সমাজের সংগঠনগুলি, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সঙ্গে নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে কথাবার্তা চালাচ্ছেন, তখনই এই ইস্যুতে তোপ দাগলেন অধীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার, শনিবার বৈঠক করেছেন এ ব্যাপারে। পরবর্তী বৈঠক ৩ ডিসেম্বর।
এর আগে তিনি রাজ্যসভায় জানিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বৈষম্য, নির্যাতনের শিকার হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রয়োজন। নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬ লোকসভায় পাশ হয়েছে চলতি বছরের ৮ জানুয়ারি। ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা অ-মুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়াই উদ্দেশ্য বিলের।
গত শুক্রবার পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই বিজেপিকে হারিয়ে তৃণমূলের জয়ের পর অধীর বলেন, রাজ্যে এনআরসি চালুর প্ল্যান করছে, এই ভয়ে মানুষ বিজেপিকে ভোট দেয়নি। তার ফায়দা তুলেছে তৃণমূল।