হায়দরাবাদ: ২৭ বছরের পশু চিকিত্সকের ধর্ষণ, পুড়িয়ে হত্যার ঘটনায় যে পেট্রল পাম্প থেকে বোতলে অভিযুক্তদের পেট্রল বিক্রি করা হয়েছিল, তার কর্মীদের বিরুদ্ধে মামলা করা উচিত কিনা, সে ব্যাপারে আইনি পরামর্শ নিচ্ছে পুলিশ। হায়দারাবাদের তোন্ডাপল্লি টোল প্লাজায় ২৭ নভেম্বর রাতে মহিলা চিকিত্সকের ওপর চার ট্রাকচালকের পৈশাচিক অত্যাচারের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার কথা জেনে সারা দেশ একইসঙ্গে হতবাক, রুষ্ট, ক্ষোভে ফুঁসছে। সাইবারাবাদের কমিশনার ভিসি সজ্জনার বলেছেন, আমরা খতিয়ে দেখছি, কোন পরিস্থিতিতে ওই পাম্পের কর্মীরা বোতলে পেট্রল ভরে দিলেন। আইনি পরামর্শ নিয়ে সেই অনুযায়ী পদক্ষেপ করছি।
সেদিন অভিযুক্তরা প্রথমে যে পেট্রল পাম্পে যায়, সেখানকার এক কর্মী বোতলে পেট্রল ভরতে রাজি না হওয়ায় তারা আরেকটা পাম্প থেকে পেট্রল কিনে ভরে নেয়।
এদিকে দক্ষিণ ভারতের পেট্রলিয়াম ডিলার কনসর্টিয়ামের জয়েন্ট সেক্রেটারি রাজীব আমারাম বলেছেন, পাম্পগুলি সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করতে পারে। ৫ লিটার পর্যন্ত পেট্রল, ২০০ লিটার পর্যন্ত ডিজেল বিক্রি করার অনুমতি দেওয়া আছে। তবে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে রাজ্য সরকার বোতল বা জারে পেট্রল বিক্রি না করার নির্দেশ দিয়েছে।
তিনি সম্প্রতি জমি বিতর্কের জেরে প্রকাশ্যে দিনের আলোয় হায়দরাবাদে মহিলা তহসিলদারকে তাঁরই অফিসে এক ব্যক্তির জ্বালিয়ে দেওয়ার অভিযোগের প্রসঙ্গ তোলেন। বিজয়া রেড্ডি নামে মধ্য তিরিশের ওই মহিলা ঘটনাস্থলেই মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে দপ্তরের দুজন কর্মী জখম হন। পরে অভিযুক্ত ও ওই দুই কর্মীর একজনের মৃত্যু হয়। সেই থেকে একাধিক জ্বালানি পাম্প বোতল বা ক্যানে পেট্রল বিক্রি করছে না বলে জানান আমারাম। বলেন, পেট্রল পাম্প ডিলারদের সংগঠনও এভাবে জ্বালানি বিক্রি করতে নিষেধ করে কেননা কোনও অবাঞ্ছিত ঘটনা ঘটলে আমাদের থানায় তলব করে জেরা করা হয়।