নয়াদিল্লি: ভবিষ্যতে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) করার রাস্তা খুলে রাখা হচ্ছে, এহেন সওয়াল করে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর) করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেরল সরকারও একই পথে পা বাড়িয়েছে। অভিযোগ, এনপিআরে এমন বেশ কিছু তথ্য, নথিপত্র চাওয়া হবে যেগুলি পরে এনআরসিতে কাজে লাগবে। সরকারপক্ষের পাল্টা দাবি, তথ্য দেওয়াটা ঐচ্ছিক। কেউ চাইলে না-ও দিতে পারেন। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার সংসদে এনপিআরের সমর্থনে জোর সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা যাতে তার বৈধ, আইনি প্রাপকরাই পান, সেজন্যই এনপিআর আপডেট করা হচ্ছে। রাজ্য়সভায় প্রধানমন্ত্রী জানান, এনপিআর প্রথম হয় ২০১০ সালে, তা আপডেট করা হয় ২০১৫-য়। তিনি বলেন, সেনসাস ও এনপিআর স্বাভাবিক সরকারি পদ্ধতি-প্রক্রিয়া, যা অতীতেও করা হয়েছে। কিন্তু যখন ভোটব্যাঙ্কের রাজনীতি করার দরকার হয়, তখন একসময় যারা এনপিআর করেছেন, তাঁরাই এখন এ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন।


মোদি বলেন, সেনসাস ও এনপিআর হল ‘স্বাভাবিক প্রশাসনিক’ প্রক্রিয়া যা অতীতেও চালানো হয়েছে, কিন্তু বর্তমানে আচমকা বিতর্ক মাথাচাড়া দিয়েছে তা নিয়ে। এনপিআরে যেসব প্রশ্ন রাখা হয়েছে, সেগুলি একেবারেই সরকার, প্রশাসন চালানো সংক্রান্ত। উদাহরণ হিসাবে কী ভাষায় তাঁরা, তাঁদের বাবা-মায়েরা কথা বলেন, নাগরিকদের কাছে জানতে চাওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। বলেন, এগুলি একেবারেই স্কুল সংক্রান্ত প্রশ্ন যেগুলি কোনও নির্দিষ্ট এলাকায় তৈরি করা দরকার। বিরোধীরা সংকীর্ণ স্বার্থে এটা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তুলে মোদি তাদের প্রতি বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। দেশে প্রতিটি সেনসাসেই আগেরটার কিছু প্রশ্ন বাদ যায়, নতুন প্রশ্ন ঢোকানো হয়। এটা নিয়ে ভুল তথ্য ছড়াবেন না।

বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, ওরা সংকীর্ণ, হুজুগে রাজনৈতিক ভাষ্য়, বক্তব্য়ের জন্য এনপিআরের বিরোধিতা করছে। এটা গরিবের বিরুদ্ধাচরণ করা।
গরিব মানুষের হাতে সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল তুলে দিতে তাঁর সরকার অতীতে হওয়া এনপিআরের মাধ্য়মে সংগৃহীত তথ্যের ইতিবাচক ব্যবহার করেছে বলেও জানান তিনি। বলেন, আপনাদের এনপিআরের রেকর্ড আমাদের কাছে আছে। সেই তথ্যের ভিত্তিতে কোনও নাগরিকের ওপর নির্যাতন হয়নি। কংগ্রেস-নেতৃত্বাধীন ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এনপিআর প্রক্রিয়ায় যোগ দিতে নাগরিকদের কাছে যে আবেদন জানিয়েছিলেন, সেই বিবৃতিরও উল্লেখ করেন তিনি।