নয়াদিল্লি: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে কিছু বলেননি বলে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথীর মহম্মদ। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘খুব কম দেশই জাকির নায়েককে চায়। আমার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দেখা হয়েছিল। তিনি জাকির নায়েকের বিষয়ে কোনও কথা বলেননি। এই লোকটি ভারতের পক্ষেও সমস্যা হতে পারে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘জাকির নায়েক এদেশের নাগরিক নন। তাঁকে স্থায়ীভাবে মালয়েশিয়ায় থাকার অধিকার দিয়েছিল পূর্বতন সরকার। স্থায়ীভাবে থাকার অধিকার পাওয়া কোনও ব্যক্তির সংশ্লিষ্ট দেশের রাজনীতি বা সিস্টেম নিয়ে মন্তব্য করা উচিত নয়। জাকির নায়েক সেই রীতি ভঙ্গ করেছেন। সেই কারণে তাঁর বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি কোথায় যেতে পারেন, সেটা আমরা খোঁজ করছি। তবে এই মুহূর্তে কেউ তাঁকে নিতে রাজি নয়।’
জাকিরের বিরুদ্ধে ভারতে অর্থপাচার, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক মামলা চলছে। গ্রেফতারি এড়াতে মালয়েশিয়ায় পালিয়ে যান তিনি। সেদেশে তিন বছর ধরে আছেন তিনি। তবে এখন সেখানেও তাঁর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। ফলে এই বিতর্কিত ধর্মপ্রচারক বিপাকে পড়েছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আলোচনায় জাকির নায়েককে চাননি মোদি, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
17 Sep 2019 12:57 PM (IST)
জাকিরের বিরুদ্ধে ভারতে অর্থপাচার, বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক মামলা চলছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -