নয়াদিল্লি: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে লালকেল্লায় তাঁর নামাঙ্কিত জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, ‘ইয়াদ-এ-জালিয়ান’ নামে জালিয়ানওয়ালাবাগ এবং প্রথম বিশ্বযুদ্ধ, ১৮৫৭ সালে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ স্মৃতি বিজড়িত একটি করে সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া, ভারতীয় কলার সংক্রান্ত দৃশ্যকলা নামক একটি জাদুঘরের উদ্বোধনও করেন তিনি।
নেতাজি স্মৃতি বিজড়িত জাদুঘরে সুভাষচন্দ্র বসু এবং তাঁর হাতে তৈরি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ) সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ব্যবহৃত সামগ্রীর নিদর্শনের দেখা মিলবে। ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে নেতাজির কাঠের চেয়ার ও তরবারি, মেডেল, ব্যাজ, ইউনিফর্ম।
সেখানে নেতাজি ও আইএনএ-কে নিয়ে একটি তথ্যচিত্রের প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে। ওই তথ্যচিত্রে নেপথ্য ভাষ্যকারের ভূমিকা পালন করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।
ইয়াদ-এ-জালিয়ান জাদুঘরে জালিয়ানওয়ালা বাগের হত্যালীলা নিয়ে সত্য ঘটনাবলির নিদর্শন দেখতে পাওয়া যাবে। জালিয়ানওয়ালা বাগে যে স্মৃতিসৌধ রয়েছে, তার একটি প্রতিকৃতি এই জাদুঘরে ঠাঁই পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের হয়ে লড়াই করা পরাধীন ভারতের সেনা যে সাহসিকতা ও বলিদান দিয়েছেন, তাও বর্ণিত রয়েছে এই মিউজিয়ামে। ব্রিটিশদের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া প্রায় ১৫ লক্ষ ভারতীয় সেনাদের জন্য একটি গানের রচনা করেছিলেন সরোজিনী নাইডু। সেই গানও এই মিউজিয়ামে জায়গা পেয়েছে।
এদিন প্রায় এক ঘণ্টা ধরে সবকটি মিউজিয়াম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে, সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে একটি টুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, তিনি একজন মহান নেতা যিনি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভারতবাসীরা যাতে সম্মানের জীবনযাপন করেন, তার জন্য বলিদান দেন। আমরা তাঁর আদর্শকে পূর্ণ করে শক্তিশালী ভারত গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
লালকেল্লায় নেতাজি, জালিয়ানওয়ালা বাগ জাদুঘরের উদ্বোধন মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jan 2019 01:41 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -