নয়াদিল্লি: করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার জন্য সাধারণ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেন এক চিকিৎসক। ট্যুইট করে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই পরিস্থিতিতে আক্রান্তদের সেবায় চিকিৎসকদের কাজেরও প্রশংসা করেছেন।


প্রসার ভারতী নিউজ সার্ভিস ট্যুইটারে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালের এক চিকিৎসকের ছবি পোস্ট করে। সেই চিকিৎসকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি আপনাদের জন্য কাজ করছি। আপনারা আমাদের জন্য বাড়িতে থাকুন।’

এই ট্যুইট দেখে মোদি পাল্টা লেখেন, ‘ভাল কথা বলেছেন, ডাক্তার। যাঁরা আমাদের পৃথিবীকে সুরক্ষিত ও স্বাস্থ্যবান করে তোলার জন্য কাজ করে চলেছেন, তাঁদের কথা উল্লেখ করতেই হবে। কোনও শব্দই তাঁদের অনন্য প্রচেষ্টার জন্য যথেষ্ট নয়।’

এখনও পর্যন্ত ৭২.৯ হাজার জন ট্যুইটার ব্যবহারকারী মোদির এই ট্যুইট লাইক করেছেন এবং রিট্যুইট করেছেন ১৬.৭ হাজার জন। অনেকেই এ বিষয়ে নিজেদের মতামত জানিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম বিয়ার গ্রিলস। তিনি লিখেছেন, ‘সত্যিই, সারা বিশ্বের জন্য এই বার্তা। আমাদের সবার পক্ষ থেকেই এই নায়কদের স্বীকৃতি।’