আর কী কী বললেন প্রধানমন্ত্রী, নজর রাখব।
- ভারতের বিকাশে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সর গুরুত্বপূর্ণ যোগদান আছে।
- দেশভাগের যন্ত্রণা সয়েছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স।
- দেশ এখন একাধিক চ্যালেঞ্জের মুখে। করোনা-উমপুন-পঙ্গপাল একের পর এক চ্যালেঞ্জ। এইসব চ্যালেঞ্জকে পেরিয়ে আমরা যাব উজ্জ্বল ভবিষ্যতে। পরিস্থিতি আমাদের পরীক্ষা নিচ্ছে। এই চ্যালেঞ্জ পেরোবে যে, সে সত্যিকারের বিজয়ী।
- হার মানলেই পরাজয়, জয়ের সঙ্কল্প করলেই বিজয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কারও থেকে পিছনে নেই। এই বিপদকে আমরা সুযোগে রূপান্তরিত করব। এই সুযোগে আমরা গড়ে তুলছি আত্মনির্ভর ভারত।
- মুশকিলের সময় নিজেকে মজবুত করে গড়ে তুলতে হবে। পরিবারে কেউ সাবালক হলে আমরা বলি, নিজের পায়ে দাঁড়াও। অন্য দেশের উপর নির্ভরতা যতটা সম্ভব কমানোই এখন লক্ষ্য।
- কৃষকরা এখন দেশের যে কোনও জায়গায় উৎপাদিত দ্রব্য বেচতে পারেন। কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোই হোক, বা তাঁদের দ্রুত ঋণের ব্যবস্থা করা, কৃষকদের উন্নতিই আমাদের লক্ষ্য।
- পশ্চিমবঙ্গে চটশিল্পে জোর দেওয়া হবে। জৈব চাষে নেতৃত্ব দিতে পারে কলকাতা। জৈব চাষ করে লাভবান হতে পারে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতও।
- এলইডি ল্যাম্পে জোর দেওয়ার জন্য বিদ্যুত্-বিলে ১৯ হাজার কোটির সাশ্রয় হয়েছে।
- দেশে সোলার প্যানেল তৈরির শিল্পে জোর দেওয়ার সময় এখন। সোলার রি-চার্জেবল ব্যাটারির বাজার এখন বিশ্বব্যাপী। এ বিষয়ে শিল্পপতিদের টার্গেট তৈরি করতে হবে। সরকার এ বিষয়ে আপনাদের সঙ্গে আছে।
- স্বাধীনতার ৭৫ বছরে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবে ভারত।