কলকাতা: করোনা সংক্রমণ রুখতে পারে অশ্বগন্ধা আর গুলঞ্চ। বললেন বাবা রামদেব। তাঁর দাবি, এই দুই ওষধি ১০০ শতাংশ সফলভাবে করোনা প্রতিরোধ করতে পারে।


করোনার ওষুধ খুঁজে হয়রান গোটা বিশ্ব। মানব শরীরে শুরু হয়েছে বিভিন্ন ওষুধের পরীক্ষা। গবেষকরা রাতদিন কাজ করছেন এই অসুখের উত্তর খুঁজতে। বিভিন্ন মহল নানা ওষুধের কথা বলে দাবি করছে, তাতেই করোনার জবাব রয়েছে যদিও এখনও কোনটারই কার্যকারিতার প্রমাণ মেলেনি। পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব এবার বললেন, প্রচণ্ড সংক্রামক এই অসুখ সেরে যেতে পারে গুলঞ্চ আর অশ্বগন্ধা ওষধিতে।

রামদেবের দাবি, শরীরে জীবাণু যখন প্রবেশ করে, তা গোটা সিস্টেমের কাজকর্ম নষ্ট করে দেয় ও দিন দিন বেশি করে কোষ সংক্রমিত হয় তাতে। তাঁর দাবি, সংক্রমণের এই চেন ভাঙতে গুলঞ্চ ১০০ শতাংশ সফল হবে। এই দুই ওষধি করোনা রোগীদের ওপর প্রয়োগ করাও হয়েছে বলে তিনি দাবি করেছেন। যাঁরা এই ওষুধ খেয়েছেন, তাঁরা প্রত্যেকে সুস্থ হয়ে উঠেছেন, মৃত্যুর হার ০ শতাংশ।