নয়াদিল্লি: দেশে করোনাভাইরাসের প্রকোপ ও সীমান্তে ভারত-চিন সংঘাতের আবহেই রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


রাষ্ট্রপতি ভবনের তরফে বৈঠকের একটি ছবি ট্যুইট করা হয়। সেখানে বলা হয়েছে, প্রায় ৩০ মিনিট ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।





প্রসঙ্গত, পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহে শুক্রবার সকলকে চমকে দিয়ে লাদাখে ১৪ কোরের অন্তর্গত নিমু ফরওয়ার্ড পোস্টে গিয়ে নাম না করে চিনকে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদি। লেহ্তে আচমকা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। জওয়ানদের উদ্দেশে বক্তব্য পেশ করেন। তাঁদের উদ্বুদ্ধ করেন।


এরপরই, ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত তত্‍পরতা ভারতীয় বায়ু সেনার। শনিবার দিনভর চিনা সীমান্তের গাঁ ঘেষা ভারতীয় বায়ুসেনার ফরওয়ার্ড এয়ারবেস থেকে এভাবেই বার্তা দেয় ভারত। সুখোই ৩০ এমকেআই, মিগ-২৯ থেকে শুরু করে অ্যাপাচে, চিনুক হেলিকপ্টার মহড়ায় ব্যস্ত।