নয়াদিল্লি : 'পদত্যাগ করতে বলা হয়েছিল, এবং আমি তা করেছি।' মোদি-মন্ত্রিসভার রদবদলের দিনে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মন্ত্রিত্ব ছাড়ার কথা জানালেন বাবুল সুপ্রিয়। সঙ্গে হাসির ইমোজি দিয়ে জুড়লেন, ‘ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে।’


ইতিমধ্যেF জানা গিয়েছে বাংলা থেকে নবগঠিত মন্ত্রিসভার সদস্য হতে চলেছের চারজন। শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, জন বার্লা ও সুভাষ সরকার। আর এতদিন নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় থাকা বাংলার দুই সদস্য বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী করেছেন পদত্যাগ। সরে দাঁড়ানোর কথা স্বীকার করে নিয়ে বাবুল সুপ্রিয় বলেছেন, ‘নিজের জন্য মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি।’


পদত্যাগের কথা সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে জানিয়ে বাবুল সুপ্রিয় ফেসবুক বার্তায় লিখেছেন, 'হ্যাঁ, ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে। মাঝে কারোর ফোন ধরতে পারিনি, তবে বন্ধু, অনুরাগী ও সংবাদমাধ্যমের কাছে জানাতে চাই আমাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। আমি সেটা করেছি।'


এরপর অবশ্য মন্ত্রী হিসেবে কাজের সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আসানসোলের সাংসদ জুড়েছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চাইব আমাকে ওঁর মন্ত্রীদের তালিকায় ঠাঁই দিয়ে মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ায়। কোনওরকম দুর্নীতির দাগ লাগতে না দিয়ে নিজের দায়িত্ব পালন করতে পেরে দারুণ খুশি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইব আসানসোলের মানুষের কাছে, যারা ২০১৯ সালে প্রায় তিনগুণ ভোটে জিতিয়ে ফের আমাকে সংসদে পাঠিয়েছিলেন।'


দলগত সৈনিকের মতো হাই কমান্ডের বার্তায় তিনি পদত্যাগ করলেও ব্যক্তিগতভাবে যে তিনি ব্যথিত সেই অনুভূতিও চেপে রাখেননি বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, 'সমস্ত সহকর্মীর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবার নাম আলাদা করে নিচ্ছি না তবে বাংলা থেকে যারা মন্ত্রী হতে চলেছেন তাদেরকে আলাদা করে অভিনন্দন। নিজের জন্য অবশ্যই মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি। এগিয়ে চলো।' উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা ভোটে জেতার পরই নগরোন্নয়ন দফতরে প্রতিমন্ত্রী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। আর এই মুহূর্তে তিনি সামলাচ্ছিলেন পরিবেশ ও বন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব।