কলকাতা: ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্টে প্রধান অতিথি হিসেবে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, এই টেস্টের দর্শক হওয়ার জন্য তাঁদের আমন্ত্রণ করা হয়েছে। তবে এ খবরের সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটিই হতে যাচ্ছে ইডেনে বাংলাদেশের প্রথম টেস্ট।
বাংলাদেশ ভারতে আসছে ২ টেস্টের সিরিজ খেলতে। দ্বিতীয় টেস্ট হবে ইডেনে, ওই সময়েই হবে জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা, বিসিসিআই-এর আগামী সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত বক্তৃতা দেবেন সেখানে। একই সঙ্গে ইডেনের অত্যাধুনিক ইনডোর প্রশিক্ষণ ব্যবস্থারও উদ্বোধন হতে পারে।
এর আগে ২০১১-য় মোহালিতে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচে এমন ভিভিআইপি দর্শক সমাগম হয়েছিল। ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
গোটা বিশ্বের ক্রিকেটমোদী এক বাক্যে স্বীকার করেন, ইডেনে খেলা দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ২০১৬-য় বিশ্বকাপ টি০-তে ভারত-পাকিস্তান ম্যাচে অমিতাভ বচ্চনকে দিয়ে এখানে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়েছিল। দর্শকদের মধ্যে ছিলেন প্রাক্তন পাক অধিনায়ক ও পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তখন সিএবি সভাপতি থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় এখন বিসিসিআই সভাপতি হয়েছেন। ফলে ইডেনের দর্শককুলের জন্য আরও নানা বিস্ময় উপহার হিসেবে থাকতেই পারে।
নভেম্বরে ইডেনে ভারত-বাংলাদেশ টেস্টে আমন্ত্রিত প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, খবর সূত্রের
ABP Ananda, Web Desk
Updated at:
17 Oct 2019 12:07 PM (IST)
এটিই হতে যাচ্ছে ইডেনে বাংলাদেশের প্রথম টেস্ট।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -