নয়াদিল্লি: অযোধ্যা মামলার রায়ের পর জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বললেন তিনি দেখে নেব--

  • আদালতের রায়ের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ।

  • ভারতের গণতন্ত্র কতটা মজবুত, দেখল গোটা বিশ্ব।

  • আদালতের রায় খোলা মনে স্বীকার করেছে গোটা দেশ।

  • বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের বৈশিষ্ট্য।

  • সবপক্ষের বক্তব্য মন দিয়ে শুনেছে সুপ্রিম কোর্ট।

  • আজ নতুন ইতিহাস রচনা করল ১২৫ কোটির ভারত।

  • আজকের দিন আমাদের এগিয়ে যাওয়ার শিক্ষা দিল।

  • কঠিনতম সমস্যার সমাধানও সংবিধানের মধ্যে আছে।

  • সময় লাগলেও, ধৈর্য্যের কোনও বিকল্প নেই।

  • ভারতের বিচারব্যবস্থার উপর আমাদের আস্থা অটুট।

  • সর্বোচ্চ আদালতের এই রায় নতুন দিনের সূচনা।

  • সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে।

  • সবার আস্থা অর্জন করে আমাদের এগোতে হবে।

  • রাষ্ট্র নির্মাণে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে।

  • বিচারব্যবস্থাকে সম্মান করার দায়িত্ব আরও বাড়ল।

  • ভবিষ্যতের ভারতের দিকে আমাদের তাকাতে হবে।

  • ভারতের সামনে আরও অনেক চ্যালেঞ্জ আছে।

  • ভারতীয়রা সবাই একসঙ্গে থেকে লড়াই করবে।