ক্রিকেট ম্যাচ নিয়ে বচসার জের, মধ্যপ্রদেশে যুবককে গুলি করে খুন, অধরা ৫ অভিযুক্ত
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 06:40 PM (IST)
ভিন্দের পুলিশ সুপার রুডলফ আলভারেজ জানিয়েছেন, জেলা সদর থেকে ৩০ কিমি দূরে নয়াগাঁও অঞ্চলে একটি ক্রিকেট ম্যাচ ঘিরে বচসা শুরু হয়।
ভিন্দ: ক্রিকেট ম্যাচ নিয়ে বচসার জেরে এক যুবককে গুলি করে খুন করা হল। এই নৃশংস ঘটনা মধ্যপ্রদেশের ভিন্দ জেলার কোট গ্রামের। এই ঘটনায় পাঁচজন অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তরা হল আনন্দ (৪০), রহমত (৬০), রাঘবেন্দ্র (২৮), অভিষেক (১৭) ও অভিনেশ (২৩)। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ভিন্দের পুলিশ সুপার রুডলফ আলভারেজ জানিয়েছেন, ‘জেলা সদর থেকে ৩০ কিমি দূরে নয়াগাঁও অঞ্চলে একটি ক্রিকেট ম্যাচ ঘিরে বচসা শুরু হয়। গতকাল ঝামেলা মেটাতে বন্ধুদের সঙ্গে আনন্দের বাড়িতে যান ব্রিজেন্দ্র। কিন্তু সেখানে ফের বচসা শুরু হয়। তখনই ব্রিজেন্দ্রকে নিজের লাইসেন্সযুক্ত রাইফেল থেকে গুলি করেন আনন্দ। এরপর তিনি বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে যান। নিহতের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’