নয়াদিল্লি: কাল রাত সাড়ে আটটায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের দাভোস অ্যাজেন্ডায় ‘স্টেট অফ দ্য ওয়ার্ল্ড’ সংক্রান্ত বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


কাল থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের দাভোস অ্যাজেন্ডা। আলোচনা পুরোটাই হবে ভার্চুয়ালি। এই বিশেষ আলোচনাসভা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। সেখানে প্রথম দিনই বিশেষ ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী।


ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের দাভোস অ্যাজেন্ডায় বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা ভার্চুয়ালি যোগ দেবেন। থাকবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুয়া ভন ডের লেইয়েন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।


এছাড়া বিশ্বের তাবড় শিল্পপতিরাও এই আলোচনাসভায় ভার্চুয়ালি যোগ দেবেন। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন  ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও থাকবেন আলোচনায়। বর্তমানে বিশ্বে কী কী সমস্যা রয়েছে এবং কীভাবে সেগুলির মোকাবিলা করা সম্ভব, সেসব নিয়ে আলোচনা হবে।


ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রস অ্যাডহ্যানম গেব্রেইসাস, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা, জলবায়ু পরিবর্তন বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জন এফ কেরি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর-জেনারেল এনগোজি ওকোনজো-আইউইয়ালারও এই আলোচনাসভায় যোগ দেওয়ার কথা।


ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আধিকারিকদের মতে, বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অসাম্য অনেক বাড়িয়ে দিয়েছে। সব দেশের নাগরিকরা সমানভাবে ভ্যাকসিন পাননি। এরই মধ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন সারা বিশ্বে আর্থিক ব্যবস্থার পুনরুজ্জীবনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।


করোনাভাইরাস, ভ্যাকসিন, বিশ্বের আর্থিক অবস্থা ছাড়াও জলবায়ু পরিবর্তন, বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও কাল থেকে শুরু হতে চলা বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয়েছে। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আশা, এ বছরই অতিমারী শেষ হবে। তবে অন্যান্য অনেক সমস্যা আছে। সেগুলিরও মোকাবিলা করতে হবে।