কলকাতা: দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে ফের ব্রাত্য বাংলার ট্যাবলো। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) কাছে ক্ষোভ প্রকাশ করে চিঠি মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)। চিঠিতে তিনি লিখেছেন, “কেন্দ্রের সিদ্ধান্তে আমি হতবাক এবং ব্যথিত। ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত কেন? কারণ ব্যাখ্যা করেনি কেন্দ্র। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের আচরণে গভীরভাবে ব্যথিত।’’নরেন্দ্র মোদিকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, “ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করা হয়েছে।’’ “স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে তৈরি বাংলার ট্যাবলোকে অনুমতি দেওয়া হোক।’’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের।


পরপর দু’ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর প্রস্তাব নাকচ করেটে কেন্দ্র। এ বছর ২৬ জানুয়ারি উপলক্ষে দিল্লির অনুষ্ঠানে নেতাজি (Netaji Subhas Chandra Bose) ও আইএনএ (INA) বিষয়ক ট্যাবলোর প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার (West Bengal Government)। প্রতিরক্ষা মন্ত্রকের (Ministry of Defense) তরফে সেই প্রস্তাব মৌখিকভাবে নাকচ করা হয়েছে।  গতবছর রাজ্য সরকারের কন্যাশ্রী (Kanyasree), সবুজ সাথী (Sabuj Sathi), জল ধরো জল ভরো প্রকল্প নিয়ে ট্যাবলোর প্রস্তাবও নাকচ করে দেয় কেন্দ্র।





গত বছর ট্যাবলো বাতিল প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘দুই দফার বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাবলোর প্রস্তাব খতিয়ে দেখেছে বিশেষজ্ঞ কমিটি। দ্বিতীয়বারের বৈঠকের পর আর এই প্রস্তাবের বিষয়টি বিবেচনা করা হয়নি।’ প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যায়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য ট্যাবলো ঠিক করা নিয়ে পাঁচবার বৈঠক হয়। এরপর ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ৬টি মন্ত্রকের ট্যাবলো বেছে নেওয়া হয়েছে। মোট ৫৬টি ট্যাবলোর প্রস্তাব জমা পড়েছিল। তার মধ্যে ৩২টি প্রস্তাব জমা দিয়েছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। ২৪টি প্রস্তাব এসেছিল বিভিন্ন মন্ত্রক ও বিভাগ থেকে। শিল্প, সংস্কৃতি, চিত্রকলা, স্থাপত্য, সঙ্গীত, ভাস্কর্য ও নৃত্যশিল্পীদের নিয়ে গঠিত কমিটি সেই প্রস্তাবগুলি খতিয়ে দেখে চূড়ান্ত ট্যাবলো বাছাই করেছেন।


আরও পড়ুন: Madan Mitra: ফের বিস্ফোরক মদন মিত্র, শৃঙ্খলা ইস্যুতে কটাক্ষ দলের মহাসচিবকে