নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির ২৪.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে দুবাইয়ের তিনটি বাণিজ্যিক ভবন, একটি বিলাসবহুল গাড়ি এবং দেশে-বিদেশে একাধিক ব্যাঙ্কে স্থায়ী আমানত।
ইডি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চোকসির বিরুদ্ধে অর্থপাচার বিরোধী মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যবস্থার অঙ্গ হিসেবেই দেশে-বিদেশে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। চোকসি এখন অ্যান্টিগায় আছেন। তাঁকে দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।
পিএনবি জালিয়াতি: মেহুল চোকসির ২৪.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2019 07:06 PM (IST)
ইডি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, চোকসির বিরুদ্ধে অর্থপাচার বিরোধী মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -