আমদাবাদ: ঘটনাটা শনিবারের। গুজরাতের বন্যাকবলিত মোরভি জেলার কল্যাণপুর গ্রামে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করতে গিয়েছিল গুজরাট পুলিশের একটি দল। সেখানে গিয়ে তাঁরা দেখেন ৪২ জন গ্রামবাসী আটকে রয়েছেন। এদের মধ্যে ছিল ১৭ শিশুও। উদ্ধারকর্মে নিয়োজিত পুলিশকর্মী সহ সেই অঞ্চলের সাঁতারুরা মিলে তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসে। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রাও। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ ফেলে কনস্টেবল পৃথ্বীরাজ জাদেজার একটি ভিডিও। যেখানে দেখায় যায়, কোমর ডোবা জলে দুই শিশুকে নিজের কাঁধে তুলে নিয়ে হেঁটে চলেছেন পৃথ্বীরাজ। প্রায় ৮০০ মিটার পথ, ওমন প্রতিকূলতাকে জয় করে শিশুদের প্রাণরক্ষা করেন তিনি।





এই ভিডিও ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ড হয়েছে। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ ২৪ ঘণ্টা সময়ের মধ্যেই পৃথ্বীরাজ আক্ষরিক অর্থেই হয়ে উঠেছেন ‘ন্যাশনাল হিরো’। যদিও কনস্টেবল পৃথ্বীরাজ জানিয়েছেন, তিনি কেবলমাত্র নিজের দায়িত্ব নির্বাহ করেছেন। তাঁর কথায়, “মোরভি জেলার কল্যাণপুরে ৪২ জন গ্রামবাসী আটকে ছিলেন। তাদের মধ্যে ছিল ১৭ শিশু। ওখানে জলস্তর ক্রমশ বাড়ছিল। আমরা কেবল নিজের দায়িত্বই পালন করেছি, এর থেকে বেশি কিছু নয়।”


পৃথ্বীরাজের এই দায়িত্বপরায়ণাতার কথা জানার পরই তাঁকে ফোন করেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। কনস্টেবল পৃথ্বীরাজকে তাঁর এই দায়িত্বপালনের জন্য প্রশংসাও করেন তিনি। খোঁজ নেন শরীর স্বাস্থ্য নিয়েও। পরে পৃথ্বীরাজের ভিডিওটি ট্যুইটও করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তাতে তিনি লেখেন, ‘এ ম্যান ইন ইউনিফর্ম অন ডিউটি’। তিনি আরও লেখেন, “পৃথ্বীরাজ সেই সকল সরকারি কর্মীদের মধ্য একজন, যার কঠোর পরিশ্রম, নিষ্ঠা সবার জন্য একটা উজ্জ্বল উদাহরণ।”