নানুরে খুন বিজেপি নেতার দেহ মর্গ থেকে ‘হাইজ্যাক’ পুলিশের, অন্ধকারে পরিবার
ABP Ananda, Web Desk | 10 Sep 2019 07:12 AM (IST)
গতকাল সন্ধেয় মৃত বিজেপি নেতার দেহ কলকাতায় বিজেপির সদর দফতরে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ।
কলকাতা: বীরভূমের নানুরে খুন হয়ে যাওয়া বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের দেহ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল পুলিশ। পরিবারকে না জানিয়েই দেহ মর্গ থেকে বার করে বোলপুরের হাসপাতালে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিজেপি দফতরে মৃতদেহ নিয়ে যেতে তারা বাধা দিয়েছে বলেও অভিযোগ। গতকাল সন্ধেয় মৃত বিজেপি নেতার দেহ কলকাতায় বিজেপির সদর দফতরে নিয়ে যেতে বাধা দেয় পুলিশ। এরপর রাত সাড়ে নটা নাগাদ ডিসি ইএসডি দেবস্মিতা দাসের উপস্থিতিতে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে মৃতের দেহ বার করে এন্টালি থানার পুলিশ। ২২টি গাড়ির কনভয় নিয়ে দেহ পৌঁছে দেওয়া হয় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। রাতে পুলিশ ওই বিজেপি নেতার বাড়িতে যায়। দেহ নেওয়ার জন্য পুলিশের দেওয়া নোটিসে সই করতে অস্বীকার করেন মৃতের পরিবারের সদস্যরা। এই খুনে ৩ তৃণমূলকর্মী সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত পূর্ত কর্মাধ্যক্ষ সহ কয়েকজন এখনও ফেরার।